15th BCS Preliminary Questions

HomeBCS Question Bank15th BCS Preliminary Questions

1. Question: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ – চরণ দুটি কার লেখা?

A) শেখ ফজলল করিম 

B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) গোলাম মোস্তফা

D) কাজী নজরুল ইসলাম

Answer: B) রবীন্দ্রনাথ ঠাকুর

Explanation: সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন – কাজী নজরুল ইসলাম

2. Question: যে ভূমিতে ফসল জন্মায় না-

A) পতিত

B) অনুর্বব

C) বন্ধ্যা 

D) ঊষর

Answer: C) বন্ধ্যা

Explanation: যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর

3. Question: ‘অপমান’ শব্দের ‘ অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

A) অভাব 

B) নিকৃষ্ট

C) বিকৃত

D) বিপরীত

Answer: B) নিকৃষ্ট

Explanation: অপ: বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ

4. Question: ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?

A) হাসান হাফিজুর রহমান

B) শক্তি চট্টোপাধ্যায় 

C) হুমায়ুন আজাদ

D) আল-মাহমুদ

Answer: A) হাসান হাফিজুর রহমান

Explanation: সোনালী কাবিন’ কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ। আল মাহমুদ(১৯৩৬ –২০১৯): – আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।

5. Question: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

A) বিসর্জন

B) ডাকঘর

C) অচলায়তন 

D) বসন্ত

Answer: A) বিসর্জন

Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটকটি উৎসর্গ করেন নজরুল ইসলাম কে। কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) – ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

6. Question: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-

A) সুন্দরম

B) লোকায়ত

C) কিছুধ্বনি 

D) উত্তরাধিকার

Answer: C) কিছুধ্বনি

Explanation: অপশনে প্রদত্ত পত্রিকাগুলোর মধ্যে শুধু উত্তরাধিকার পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৬টি পত্রিকার অন্যতম।

7. Question: ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-

A) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ 

B) মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ

C) মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ

D) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

Answer: A) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

Explanation: ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ

8. Question: ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

A) হাজার বছর ধরে 

B) জোহরা

C) মৃত্যুক্ষুধা

D) আলালের ঘরের দুলাল

Answer: B) জোহরা

Explanation: আলালের ঘরের দুলাল’-এর লেখক প্যারীচাঁদ মিত্র। – তার ছদ্মনাম ‘টেকচাঁদ ঠাকুর’। – এর উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিঞা বা ঠকচাচা। – চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি ও প্রানময়তা নিয়ে এ গ্রন্থের সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র।

9. Question: ‘বঙ্গদর্শন ‘ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

A) ১৮৬৫

B) ১৮৮১ 

C) ১৮৭৫

D) ১৮৭২

Answer: B) ১৮৮১

Explanation: ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক ‘বঙ্গদর্শন ‘ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।

10. Question:  ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-

A) ভাষার প্রকারভেদে 

B) দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়

C) কাহিনীর সরলতা ও জটিলতায়

D) জীবনানুভূতির গভীরতায়

Answer: A) ভাষার প্রকারভেদে

Explanation: প্রহসন হল সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক । নাটক অপুর পার্থক্য হল ব্যঙ্গ-বিদ্রূপ । ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবানুভূতীর গভীরতায় । উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)

11. Question:  সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

A) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

B) বাক্যের সরলতা ও জটিলতায় 

C) শব্দের কথা ও লেখা রূপে

D) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

Answer: B) বাক্যের সরলতা ও জটিলতায়

Explanation: সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য: – সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেমন – ‘করা ক্রিয়ার রূপ: করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার। – সাধু রীতির বহু সর্বনামে হ’-বর্ণ যুক্ত থাকে,

12. Question:  ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন _____ ।

A) বিনয় ঘোষ

B) তফাজ্জল হোসেন 

C) মোহাম্মদ আকরম খাঁ

D) সিকান্‌দার আবু জাফর

Answer: A) বিনয় ঘোষ

Explanation: সমকাল’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন সিকান্‌দার আবু জাফর।

13. Question:  ‘প্রভাত চিন্তা ‘, ‘নিভূত চিন্তা’, ‘নিশীত চিন্তা’ প্রভূতি গ্রন্থের রচয়িতা-

A) কালীপ্রসন্ন সিংহ

B) এস ওয়াজেদ আলী 

C) কৃষ্ণচন্দ্র মজুমদার

D) কালীপ্রসন্ন ঘোষ

Answer: C) কৃষ্ণচন্দ্র মজুমদার

Explanation: কালীপ্রসন্ন ঘোষ (১৮৪৩-১৯১০): বাগ্মী, সাংবাদিক, লেখক, পন্ডিত কালীপ্রসন্ন ঘোষের জন্ম ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা জেলার বিক্রমপুরে ভরাকর গ্রামে – কালীপ্রসন্ন ছিলেন পূর্ববঙ্গীয় ব্রাহ্মসমাজের একজন বিশিষ্ট সভ্য।

14. Question:  ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?

A) রবীন্দ্রনাথ ঠাকুর

B) কাজী আবদুল ওদুদ

C) মোহাম্মদ লুৎফর রহমান

D) প্রমথ চৌধুরী 

Answer: B) কাজী আবদুল ওদুদ

Explanation: “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত” উক্তিটি প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধ থেকে নেয়া হয়েছে। এর অন্যান্য বিখ্যাত উক্তি – ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’ – ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’ প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬): বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী, গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।

15. Question:  শুদ্ধ বানানটি নির্দেশ করুন-

A) মুর্হুর্মূহু 

B) মূহুর্মুহু

C) মুর্হুমূর্হু

D) মুহুর্মুহু

Answer: B) মূহুর্মুহু

Explanation: মুহুর্মুহু (মুহুর্‌মুহু) [স. মুহুঃ+মুহুঃ] অব্যয় ক্রিয়াবিশেষণ – বারবার – ঘনঘন উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।

16. Question:  দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?

A) দুঃ + লোক

B) দ্বিঃ + লোক 

C) দ্বি + লোক

D) দিব্‌ + লোক

Answer: B) দ্বিঃ + লোক

Explanation: ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্‌ + লোক।

17. Question:  ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-

A) হিম 

B) শীতল

C) উত্তাপ

D) শৈত্য

Answer: C) উত্তাপ

Explanation: তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ শৈত্য।

18. Question:  ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।

A) ইচ্ছাময়

B) ঐচ্ছিক

C) অনিচ্ছা 

D) ইচ্ছুক

Answer: A) ইচ্ছাময়

Explanation: ইচ্ছা [ইচ্‌ছা]: – (বিশেষ্য) – অভিলাষ; স্পৃহা; বাসনা। – রুচি; প্রবৃত্তি (খাওয়ার ইচ্ছা নাই)। – অভিপ্রায় (খোদার ইচ্ছায় সব হয়)। ইচ্ছুক (বিশেষণ): – অভিলাষী

19. Question:  কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

A) সে বই পড়ছে

B) সে গভীর চিন্তায় মগ্ন

C) সে ঘুমিয়ে আছে

D) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না 

Answer: A) সে বই পড়ছে

Explanation: সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না’ বাক্যে কর্মপদ চাল এবং ক্রিয়াপদ চেলেছে একই ধাতু চাল থেকে গঠিত হয়েছে।

20. Question:  The speaker failed to make the audience ______ to him patiently. – Which of the following is the correct verb form in the blank above

A) to listen

B) listening

C) listened

D) listen 

Answer: D) listen

Explanation: যে verb এর subject নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায় সে verb কে causative verb বলে। have, make, get, cause etc. অন্য Verb এর আগে যুক্ত হলে তখন পরের Verb এর অর্থটি ‘করা’ থেকে ‘করানো’-তে পরিণত হয়। Make + object + base form of a verb. অর্থাৎ make এর পর infinitive ‘to’ ব্যবহৃত হয় না। তাই উত্তর হবে শুধু ‘listen’.

21. Question:  Which of the following ages in literary history is the latest?

A) The Augustan Age

B) The Victorian Age

C) The Restoration Age 

D) The Georgian Age

Answer: B) The Victorian Age

Explanation: অপশনগুলর মধ্যে The Georgian Age হচ্ছে latest literary period. কিন্তু সার্বিকভাবে latest literary period হলো Post Modern Period (1939 – present).

22. Question:  The first English dictionary was compiled by-

A) Iazak Walton

B) Sir Thomas Browne 

C) Samuel Butler

D) Samuel Johnson

Answer: D) Samuel Johnson

Explanation: “A Dictionary of the English Language” was first published on 15 April 1755 which was written by Samuel Johnson. – এই কারণে তাকে Father of English Dictionary বলা হয়। – তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন। Source: Britannica

23. Question:  My uncle has three sons, ____ work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?

A) All of them

B) Who all

C) they all

D) All of whom 

Answer: A) All of them

Explanation: শূণ্যস্থানে একটা relative pronoun লাগবে। কিন্তু অপশন ‘ক’ এবং ‘গ’ তে কোন reletive pronoun নেই। আর ‘who all’ ব্যাকরণের নিয়ম অনু্যায়ী সঠিক নয়। সকল নিয়ম মেনে ‘all of whom’ relative pronoun হিসেবে শূণ্যস্থানে বসবে। কিন্তু My uncle has three sons – এর পরে ফুল স্টপ থাকলে তখন all of them ব্যবহার করা যেতো।

24. Question:  People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?

A) The patriots will always be remembered by people

B) The patriots are always being remembered

C) People are always remembered by The patriots

D) The patriots are always remembered 

Answer: D) The patriots are always remembered

Explanation: Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম: Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে। তবে active voice এর subject people হলে, তা passive voice এর object হিসেবে না লিখলেও চলে।

25. Question:  What is the meaning of the word ‘intrepid’?

A) arrogant

B) belligerent

C) questioning

D) fearless 

Answer: D) fearless

Explanation: Intrepid – অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক; শঙ্কাহীন। Arrogant – উদ্ধত Belligerent – যুদ্ধরত; যুধ্যমান Questioning – প্রশ্ন করা Fearless – নির্ভীক; শঙ্কাহীন।

26. Question:  What is the meaning of the expression ‘bottom line’?

A) The final step

B) The end of a road

C) The last line of a book

D) The essential point 

Answer: D) The essential point

Explanation: bottom line- the fundamental and most important factor or the essential point

27. Question:  The word ‘plurality’ means-

A) The letter ‘S’

B) Men and women

C) Chaos and confusion

D) The holding of more than one office at a time 

Answer: D) The holding of more than one office at a time

Explanation: Plurality The state of being plural, or consisting of more than one; a number consisting of two or more of the same kind; as, a plurality of worlds; the plurality of a verb.

28. Question:  ‘Pediatric’ relates to the treatment of –

A) Adults

B) Women 

C) Old people

D) Children

Answer: D) Children

Explanation: Pediatrics (Noun) English Meaning: The branch of medicine dealing with children and their diseases. Bangla Meaning: শিশুচিকিৎসা Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

29. Question:  ‘Boot leg’ means to-

A) distribute

B) export

C) import

D) smuggle 

Answer: D) smuggle

Explanation: Boot leg: illegally made, copied, or sold. If someone smuggles things or people into a place or out of it, they take them there illegally or secretly. So, the answer will be ‘smuggle’.

30. Question:  Are you doing anything special ____ the weekend? -fill in the gap with appropriate preposition.

A) in

B) for

C) on

D) at 

Answer: C) on

Explanation: সময় নির্দিষ্ট করে বুঝাতে at preposition ব্যবহৃত হয়। the weekend বা সাপ্তাহিক ছুটি যেহেতু নির্দিষ্ট সময় তাই এর পূর্বে at হবে।

31. Question:  Which of the following is a correct sentence?

A) He was too clever not to miss the point

B) He was to clever to miss the point

C) He was too clever to grasp the point 

D) He was too clever to miss the point

Answer: D) He was too clever to miss the point

Explanation: The words too…to have a negative meaning. It means ‘more than is necessary or desirable’. Too + adj + to + V1 হলো সঠিক sequence. সে অনুযায়ী অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে – He was too clever to miss the point. Grasp (হাত দিয়ে শক্ত করে ধরা; আঁকড়ে ধরা; উপলব্ধি করা) শব্দটি ব্যবহার করলে এটি অর্থগত দিক থেকে সামঞ্জস্যপূর্ণ হয় না।

32. Question:  The ‘Poet Laureate’ is-

A) the best poet of the country

B) a winner of the Noble Prize in poetry

C) a classical poet 

D) the Court Poet of England

Answer: D) the Court Poet of England

Explanation: Poet laureate: Poet laureate, title first granted in England in the 17th century for poetic excellence. Its holder is a salaried member of the British royal household, but the post has come to be free of specific poetic duties. In the United States, a similar position was created in 1936.

33. Question:  Which of the following school of literary writings is connected with a medical theory?

A) Comedy of Manners

B) Theater of the Absurd

C) Heroic Tragedy

D) Comedy of Humours 

Answer: D) Comedy of Humours

Explanation: Comedy of humours, a dramatic genre most closely associated with the English playwright Ben Jonson from the late 16th century. T

34. Question:  Who of the following was both a poet and painter?

A) Keats

B) Donne

C) Spenser 

D) Blake

Answer: D) Blake (William Blake)

Explanation: William Blake (1757 – 1827): William Blake was both a poet and a painter.

35. Question:  What is the synonym of ‘incredible’?

A) Unthinking 

B) Unthinkable

C) Unlikely

D) Unbelievable

Answer: D) Unbelievable

Explanation: Incredible – অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর। Unbelievable – (১) অবিশ্বাস্য। (২) (কথ্য) অত্যন্ত বিস্ময়কর। Unthinkable – অচিন্তনীয়; অবিবেচ্য। Unlikely – অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়।

36. Question:  What is the antonym of ‘famous’?

A) Opaque

B) illiterate

C) Immature 

D) Obscure

Answer: D) Obscure

Explanation: Famous – বিখ্যাত; সুবিদিত। Opaque – আলোনিরোধক; অনচ্ছ; জড়। Illiterate – নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; মূর্খ; অজ্ঞ। Obscure – (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট: (২) সুপরিচিত নয় এমন অখ্যাত। Immature – অপক্ব; অপরিপক্ব; অপরিণত সুতরাং, Famous এর antonym হচ্ছে Obscure

37. Question:  ‘Plebiscite’ is a term related to –

A) Medicine

B) Technology

C) Law

D) Politics 

Answer: D) Politics

Explanation: Plebiscite (noun) [Countable noun] সব যোগ্য নাগরিকের ভোট; ঐরূপ ভোটে কোনো রাজনৈতিক প্রশ্নের মীমাংসা; গণভোট। অর্থাৎ, Term টি Politics এর সাথে সম্পর্কিত। Source: Accessible Dictionary by Bangla Academy

38. Question:  Who wrote ‘beauty is truth, truth beauty’?

A) Shakespeare

B) Wordsworth

C) Eliot 

D) Keats

Answer: D) Keats (John Keats)

Explanation: অনেকেই এটাকে ‘Beauty is truth, truth is beauty’ এভাবে জানেন। এটা ভুল। সঠিকটা হচ্ছে – ‘Beauty is truth, truth beauty’ উক্তিটি Ode on a Grecian Urn থেকে নেয়া।

39. Question:  Many islands make up-

A) an isles

B) a continent 

C) a peninsula

D) an archipelago

Answer: D) an archipelago

Explanation: Archipelago: Any sea or broad sheet of water interspersed with many islands or with a group of islands. দ্বীপপুঞ্জ; দ্বীপপুঞ্জখচিত সমুদ্র। Source: Accessible Dictionary by Bangla Academy

40. Question:  ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?

A) ০.০৯২৯

B) ৭.৩২

C) ৬৪.৫০ 

D) ৬.৪৫

Answer: A) ০.০৯২৯ (১ বর্গইঞ্চি = ০.০৯২৯ বর্গ সেন্টিমিটার)

Explanation: ১ ইঞ্চি = ২.৫৪ সেমি ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ X ২.৫৪) বর্গ সেমি = ৬.৪৫ বর্গ সেমি

41. Question:  পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-

A) a + b + c

B) b + c – a

C) a – b + c 

D) c + a – b

Answer: B) b + c – a

Explanation: P, Q, R কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে x, y, z (ধরে নেই) ∴ বৃত্তত্রয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে ∴ PQ = x + y বা, a = x + y……(1) QR = y + z বা, b = y + z…….(2) এবং RP = z + x বা, c = z + x…….(3) (1) নং + (2) নং + (3) নং দ্বারা পাই, a + b + c = 2x + 2y + 2z 2x + 2y + 2z = a + b + c 2x = a + b + c – 2(y + z) 2x = a + b + c – 2b 2x = a + c – b প্রদত্ত প্রশ্নে দ্বৈত উত্তর বিদ্যমান। তাই প্রশ্নটি বাতিল করা হলো।

42. Question:  x + y – 1 = 0, x – y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-

A) সমবাহু

B) বিষমবাহু

C) সমদ্বিবাহু 

D) সমকোণী

Answer: A) সমবাহু (Equilateral)

Explanation: x + y – 1 = 0 ⇒ y = – x + 1 ∴ সমীকরণটির ঢাল = -1 আবার, x – y + 1 = 0 ⇒ y = x + 1 ∴ সমীকরণটির ঢাল = 1 এখন, ঢালদ্বয়ের গুণফল = -1, তাই সমীকরণদ্বয় পরস্পর লম্ব। ∴ ত্রিভুজটি সমকোণী।

43. Question:  ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-

A) ৪৮৫০

B) ৫৯৫০ 

C) ৫৭৫০

D) ৪৯৫০

Answer: B) ৫৯৫০

Explanation: আমরা জানি, 1 + 2 + 3 + ………. + n = n(n + 1)/2 1 + 2 + 3 + ………. + 99 = 99(99 + 1)/2 = (99 × 100)/2 = 99 × 50 = 4950

44. Question:  a = 1, b = -1, c = 2, d = – 2 হলে a – ( – b) – ( – c) – (- d) এর মান কত?

A) 3 

B) 1

C) 2

D) 0

Answer: B) 1

Explanation: দেয়া আছে, a = 1, b = -1, c = 2, d = – 2 এখন a – ( – b) – ( – c) – (- d) = 1 – { – ( – 1)} – (- 2) – { – (- 2)} = 1 – 1 + 2 – 2 = 0

45. Question:  ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?

A) ৯.৬

B) ১১.০

C) ৪৮.০

D) ৫৬.০ 

Answer: B) ১১.০

Explanation: বালির পরিমাণ= ৬৪ × ২৫% = ৬৪×২৫/১০০ = ১৬ কি.গ্রা.। পাথরের পরিমাণ = ৬৪- ১৬ = ৪৮ কি.গ্রা. বর্তমানে বালি ও পাথরের অনুপাত = ১৬ : ৪৮ = ১ : ৩ বালি মেশানোর পর বালি ও পাথরের অনুপাত = ৬০ % : ৪০% = ৬০/১০০ : ৪০/১০০ = ৩ : ২ মনেকরি x কি. গ্রা বালি মেশাতে হবে। প্রশ্নমতে, ১৬ +x : ৪৮ = ৩ : ২ (১৬ +x)/৪৮ = ৩/২ ১৬ +x = (৪৮ × ৩)/২ ১৬ +x = ৭২ x = ৭২ – ১৬ ∴ x = ৫৬ কি.গ্রা.

46. Question:  একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব ____ মিটার।

A) ১০

B) ২৫ 

C) ২০

D) ৩০

Answer: B) ২৫

Explanation: ধরি, মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার পীথাগোরাসের সূত্রানু্যায়ী, 502 = 402 + x2 2500 = 1600 + x2 x2 = 2500 – 1600 x2 = 900 x2 = 302 ∴ x = 30 মিটার

47. Question:  কোন সংখ্যাটি বৃহত্তম?

A) ০.৩

B) ১/৩ 

C) ২/৫

D) √০.৩

Answer: B) ১/৩

Explanation: এখানে, ০.৩ = ০.৩ √০.৩ = ০ .৫৪৭৭ ২/৫ = ০.৪ ১/৩ = ০.৩৩৩৩ √০.৩ (০.৫) > ২/৫ (০.৪) > ১/৩ (০.৩৩) > ০.৩

48. Question:  কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?

A) ১৮২৭

B) ২৪৮

C) ২১৭

D) ২২৪ 

Answer: B) ২৪৮

Explanation: মনেকরি, সংখ্যাটি x এখন x এর 2/7 = 64 2x/7 = 64 2x = 64 × 7 x = (64 × 7)/2 ∴ x = 224

49. Question:  (2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত?

A) 2/3 

B) 1/2

C) 1/3

D) -1/2

Answer: B) 1/2

Explanation: (2 + x) + 3 = 3(x + 2) ⇒ 2 + x + 3 = 3x +6 ⇒ 5 + x = 3x + 6 ⇒3x – x = 5 – 6 ⇒ 2x = – 1 ∴ x = -1/2

50. Question:  আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?

A) মিয়ানমার

B) ইসরাইল 

C) ইরাক

D) জর্ডান

Answer: B) ইসরাইল

Explanation: – ‘এডেন’ সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত। – ‘আকাবা’ সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে। – ‘মন্ট্রিল’, ‘কুইবেক’, ‘ভ্যাঙ্কুভার’ সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়। – ‘গ্লাসগো’ সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে। উৎসঃ সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।

51. Question:  ‘রিয়েল’ কোন দেশের মুদ্রার নাম?

A) লুক্সেমবার্গ

B) মঙ্গোলিয়া 

C) কানাডা

D) ব্রাজিল

Answer: A) লুক্সেমবার্গ (Luxembourg)

Explanation: সুক্রে – ইকুয়েডরের মুদ্রা রিয়েল – ব্রাজিলের মুদ্রা রিঙ্গিত – মালয়েশিয়ার মুদ্রা কিয়াট- মিয়ানমারের মুদ্রা লিরা- তুরস্কের মুদ্রা। [উৎস: ব্রিটানিকা]

52. Question:  (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তবে এতে বর্তমান সময়ের সঠিক উত্তর রয়েছে, তাই বাতিল করা হয় নি) ‘The World Economic Forum’ কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking- এ ২০১৯ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?

A) যুক্তরাষ্ট্র

B) নেদারল্যান্ড 

C) হংকং

D) সিঙ্গাপুর

Answer: D) সিঙ্গাপুর (Singapore)

Explanation: The World Economic Forum’ কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking- এ ২০২১ অনুসারে, প্রথম দেশ – সিঙ্গাপুর দ্বিতীয় দেশ – যুক্তরাষ্ট্র তৃতীয় দেশ – হংকং Source: The World Economic Forum

53. Question:  পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?

A) চতুর্দশ 

B) নবম

C) দ্বাদশ

D) অষ্টম

Answer: B) নবম (B)

Explanation: – জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ। – বাংলাদেশ ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ। – জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ। – ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ। উৎস: bangladesh.gov.bd

54. Question:  গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?

A) ৪

B) ১৪

C) ৩৩ 

D) ৭

Answer: C) ৩৩

Explanation: The Ganges-Brahmaputra-Meghna (GBM) river basin (অববাহিকা) is a transboundary river basin with a total area of just over 1.7 million km2, distributed between India (64 percent), China (18 percent), Nepal (9 percent), Bangladesh (7 percent) and Bhutan (3 percent). Source: Food and Agriculture Organization of the United Nations.

55. Question:  Wisdom শব্দের বাংলা অর্থ—-

A) জ্ঞান

B) বুদ্ধি

C) মেধা

D) প্রজ্ঞা 

Answer: A) জ্ঞান

Explanation: Wisdom (১) [uncountable noun] জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা। (২) বিজ্ঞ ও বিচক্ষণ ভাবনা, উক্তি ইত্যাদি: ——————— জ্ঞান – Knowledge মেধা – Intellect বুদ্ধি – Intelligence Source: Accessible Dictionary

56. Question:  স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

A) ৯ টি

B) ১০ টি

C) ১২ টি 

D) ১১ টি

Answer: C) ১২ টি

Explanation: – যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে। – এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়। – ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

57. Question:  2020 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

A) লসএঞ্জেলস

B) আটলান্টা

C) নয়াদিল্লি 

D) টোকিও

Answer: D) টোকিও

Explanation: – ২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো। – অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়।

58. Question:  (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তবে এতে বর্তমান সময়ের সঠিক উত্তর রয়েছে, তাই বাতিল করা হয় নি) ২০১৯ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men’s singles- এ কে চ্যাম্পিয়ন হন?

A) Simona Halep

B) Lauren Davis 

C) Andre Agassi

D) Novak Djokovic

Answer: D) Novak Djokovic

Explanation: ২০২১ সালের উইম্বলডন প্রতিযোগিতায় – • পুরুষ এককে চ্যাম্পিয়ন – নোভাক জোকোভিচ (সার্বিয়া) • নারী এককে চ্যাম্পিয়ন – অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া) Source: Wimbledon website

59. Question:  নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?

A) ADB 

B) APEC

C) SAARC

D) IJSG

Answer: A) ADB – Asian Development Bank

Explanation: IJSG এর পুর্ণরূপ International Jute Study Group এবং এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। বাংলাদেশে যেসব সংস্থার সদরদপ্তর অবস্থিত: – CIRDAP – BIMSTEC – SAARC Agricultural Centre প্রভৃতি। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট

60. Question:  ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?

A) ডালাস

B) লন্ডন

C) হংকং 

D) নিউইয়র্ক

Answer: D) নিউইয়র্ক (New York)

Explanation: – হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান প্রশাসনিক দপ্তরের নাম। – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিস ওভাল অফিস নামে পরিচিত। – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ারফোর্স ওয়ান।

61. Question:  ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয় বাংলাদেশের চাঁদার হার কত?

A) ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার

B) ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার

C) কোনো চাঁদা দিতে হয় না 

D) ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার

Answer: B) ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার

Explanation: – ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB- Islamic Development Bank) ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট। – এর কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে। – এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। – এই সংস্থার সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে।

62. Question:  বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?

A) ২৪,১৪০ কিমি

B) ৮,৫০০ কিমি 

C) ১১,০০০ কিমি

D) ৫,৪০০ কিমি

Answer: A) ২৪,১৪০ কিমি

Explanation: বাংলাদেশে প্রায় ৮৪০০ কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ রয়েছে। এর মধ্যে ৫৪০০ কিলোমিটার সারা বছর নৌচলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। অবশিষ্ট প্রায় ৩০০০ কিলোমিটার শুধু বর্ষাকালে ব্যবহৃত হয়।

63. Question:  বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?

A) ১৫.৩৩

B) ৭৫

C) ৩২

D) ১৩.৪৭ 

Answer: B) ৭৫ – ৭৫%

Explanation: অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১৩.৪৭% অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৪.৯৯% অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৫৩%

64. Question:  বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

A) ভাগীরথী 

B) কর্ণফুলী

C) নবগঙ্গা

D) নাফ

Answer: D) নাফ

Explanation: নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার। এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত। উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।

65. Question:  বিশ্বব্যাংক -এর কোন অঙ্গ সংগঠনটি ‘Soft Ioan Window’ নামে পরিচিত?

A) IBRD

B) EDI 

C) IFC

D) IDA

Answer: D) IDA (International Development Association)

Explanation: IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।

66. Question:  আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?

A) সুদান 

B) নাইজেরিয়া

C) কেনিয়া

D) ইথিওপিয়া

Answer: D) ইথিওপিয়া

Explanation: আফ্রিকার শিং (ইংরেজি: Horn of Africa) আফ্রিকার পূর্বতম অঞ্চল। এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত। উৎস: ব্রিটেনিকা

67. Question:  কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

A) তিতুমীর

B) সৈয়দ আহমদ বেরেলভি

C) দুদু মিয়া

D) হাজী শরীয়ত উল্লাহ 

Answer: B) সৈয়দ আহমদ বেরেলভি

Explanation: – ১৮১৮ সালে হাজী শরীয়তউল্লাহ বাংলায় ফরায়েজী আন্দোলন গড়ে তোলেন। – প্রথমদিকে ধর্মকেন্দ্রিক হলেও পরবর্তীতে সামাজিক ও ইংরেজ শাসনবিরোধী আন্দোলনে রূপ নেয়। – হাজী শরীয়তউল্লাহ’র মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া এ আন্দোলনের নেতৃত্ব দেন। –

68. Question:  তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

A) দিনাজপুর

B) লালমনিরহাট 

C) জয়পুরহাট

D) পঞ্চগড়

Answer: A) দিনাজপুর

Explanation: তেঁতুলিয়া বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা। এটি পঞ্চগড় জেলায় অবস্থিত। সুত্রঃ tetulia.panchagarh.gov.bd ও বাংলাপিডিয়া

69. Question:  কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?

A) নবাব সিরাজউদ্দৌলা

B) নবাব শায়েস্ত খান 

C) সুবাদার ইসলাম খান

D) নবাব মুর্শিদকুলি খাঁ

Answer: A) নবাব সিরাজউদ্দৌলা

Explanation: ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। পরবর্তী ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা বাংলার রাজধানী হিসেবে ছিলো এবং আছে। ১৯৭১ সাল থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা।

70. Question:  ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন-

A) ওয়ারেন হেস্টিংস 

B) লর্ড মিন্টো

C) লর্ড কার্জন

D) ব্যামফিল্ড ফুলার

Answer: A) ওয়ারেন হেস্টিংস

Explanation: ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, মালদহ, পার্বত্য ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়। এর প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার।

71. Question:  হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

A) চট্টগ্রাম

B) খুলনা

C) রাজশাহী 

D) কক্সবাজার

Answer: D) কক্সবাজার

Explanation: কক্সবাজার বঙ্গোপসাগরের বিস্তীর্ণ বেলাভূমি, উচ্ছ্বসিত সমুদ্রতরঙ্গ, দিগন্তপ্রসারী ঝাউবন, উচু পাহাড়ের চূড়া, সুদৃশ্য প্যাগোডা, বৌদ্ধ মন্দির ইত্যাদি নিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।

72. Question:  বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

A) চট্টগ্রাম

B) রাজশাহী 

C) ঢাকা

D) সিলেট

Answer: D) সিলেট

Explanation: হযরত শাহজালাল (র.) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন ওলিকুল শিরোমণি। – সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (র.) এর ওপর রাজা গৌড়গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (র.) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা।

73. Question:  বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?

A) আবাসিক

B) শিল্প 

C) পরিবহন

D) কৃষি

Answer: D) কৃষি

Explanation: পানি সম্পদের চাহিদা ও প্রাপ্যতা পানির চাহিদা বিস্তৃত ও ব্যাপক। কৃষি, গৃহস্থালি ও শিল্প প্রয়োজনে পানির রয়েছে ভোগ্য (consumptive) চাহিদা। আবার নৌচলাচল, মৎস্য, লবণাক্ততা নিয়ন্ত্রণ, দূষণ হ্রাসকরণ প্রভৃতি প্রয়োজনে রয়েছে পানির অ-ভোগ্য (non-consumptive) চাহিদা।

74. Question:  নিচের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?

A) ১০ সেপ্টম্বর, ১৯৯৩

B) ১১ সেপ্টম্বর, ১৯৯৩

C) ২০ সেপ্টম্বর, ১৯৯৩ 

D) ১৩ সেপ্টম্বর, ১৯৯৩

Answer: B) ১১ সেপ্টম্বর, ১৯৯৩

Explanation: – ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। – চুক্তিটিতে ইসরাইলের তৎকালীন প্রেসিডেন্ট আইজ্যাক রবিন রবিন এবং পিএলও নেতা ইয়াসির আরাফাত স্বাক্ষর করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন এতে মধ্যস্থতা করেন।

75. Question:  রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ – এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?

A) ১৫০

B) ১৫৬

C) ১৭৮

D) ১৭৯ 

Answer: B) ১৫৬

Explanation: ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়। এটি ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ বা ‘রিও সম্মেলন’ নামেও পরিচিত। এই সম্মেলনে ১৭৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।

76. Question:  ‘Club of Vienna’ কি?

A) অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা

B) পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা

C) পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন 

D) একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান

Answer: B) পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা

Explanation: The CLUB of VIENNA is an association based in Vienna. – It consists of an association of recognized scientists and experts. His work focuses on sustainability issues from an economic, social and ecological point of view.

77. Question:  জাতিসংঘ ‘আদিবাসী ভাষা বর্ষ’ হিসাবে কোন সালকে ঘোষণা করেছে?

A) ২০১৭ সাল

B) ২০১৮ সাল

C) ২০২০ সাল 

D) ২০১৯ সাল

Answer: B) ২০১৮ সাল (2018)

Explanation: International year of the World’s Indigenous People (1993) International Year of Indigenous Languages (2019) Source: Un Website

78. Question:  (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গ্রহণযোগ্যতা নেই।) ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্ববধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?

A) কেপিএলএনএফ 

B) সিপিপি

C) খেমাররুজ

D) ফুনসিনপেক

Answer: B) সিপিপি (C.P.P.)

Explanation: প্রশ্নটি তৎকালীন সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল। তাই এর বর্তমান গ্রহণযোগ্যতা নেই। উত্তরটি মনে রাখতে পারেন। সঠিক উত্তর – ফুনসিনপেক।

79. Question:  নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?

A) কানাডা

B) ইতালি

C) জাপান 

D) সুইডেন

Answer: D) সুইডেন

Explanation: – G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম। দেশগুলো হলো: – যুক্তরাষ্ট্র – যুক্তরাজ্য – ফ্রান্স – জার্মানি – ইতালি – কানাডা ও – জাপান। – ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8। – এটি ১৯৭৫ সালে গঠিত হয়। (তথ্যসূত্র: ইউকে জি-৭ ওয়েবসাইট)

80. Question:  বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?

A) কাবুল 

B) উলানবটোর

C) পিয়ংইয়ং

D) লাসা

Answer: C) পিয়ংইয়ং

Explanation: আজও সমগ্র বিশ্বের ভূগোলবিদদের কাছে তিব্বত রহস্যঘেরা এক মায়াপুরী। তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ এবং এর রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর। সুপ্রাচীনকাল থেকেই বহির্বিশ্বের কাছে তিব্বত এক নিষিদ্ধ বিস্ময়! কারণ দীর্ঘদিন বিদেশিদের প্রবেশ তিব্বতে একেবারেই নিষিদ্ধ ছিল, যা আজও নানা নিয়মকানুনের বেড়াজালে ঘেরা।

81. Question:  ‘League of Arab States’ এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?

A) তিউনেসিয়া

B) জেদ্দা 

C) রাবাত

D) কায়রো

Answer: D) কায়রো (Cairo)

Explanation: The Arab League was established in 1945. It has 22 members. Headquarters of it is Cairo, Egypt. Source: League of Arab States website

82. Question:  বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?

A) ১৯৭৮-৭৯

B) ১৯৮১-৮২ 

C) ১৯৮০-৮১

D) ১৯৭৯-৮০

Answer: B) ১৯৮১-৮২

Explanation: বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। এর মধ্যে ২০০০ সালের মার্চ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে।

83. Question:  The United Nations University কোন শহরে অবস্থিত?

A) লন্ডন

B) ব্রাসেলস

C) নিউইয়র্ক

D) টোকিও 

Answer: D) টোকিও (Tokyo)

Explanation: – United Nations University জাপানের টোকিও শহরে অবস্থিত। – ১৯৬৯ সালে সাধারণ পরিষদের রিপোর্ট পেশকালে জাতিসংঘের মহাসচিব উথান্ড জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে।

84. Question:  বাংলাদেশর মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?

A) ৪১.৯%

B) ৫৬.৮%

C) ৭৪.৬%

D) ৮৩.৫% 

Answer: B) ৫৬.৮%

Explanation: বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ২০১৯-২০ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ২৭.৯৫ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ।

85. Question:  বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?

A) ৩০

B) ৪০ 

C) ৩৫

D) ৫০

Answer: B) ৪০

Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার পরিবর্তে নিম্নরূপ (৩) দফা প্রতিস্থাপিত হবে।

86. Question:  বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?

A) ২৮

B) ৩০

C) ৩২

D) ৩৮  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: D) ৩৮

Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে

87. Question:  সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?

A) নিঝুম দ্বীপ 

B) সোনাদিয়া

C) কুতুবদিয়া

D) নারিকেল জিঞ্জিরা

Answer: A) নিঝুম দ্বীপ

Explanation: প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

88. Question:  ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে _____ ।

A) ১৬ কোটি ২৮ লাখ

B) ১৯ কোটি ৬৮ লক্ষ 

C) ১৮ কোটি ৫০ লক্ষ

D) ১৭ কোটি ৩৬ লক্ষ

Answer: B) ১৯ কোটি ৬৮ লক্ষ

Explanation: UNFPA এর তথ্য অনুসারে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে সর্বোচ্চ ১৭ কোটি ৩৬ লক্ষ এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লক্ষ।

89. Question:  বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

A) এক

B) দুই

C) তিন

D) চার 

Answer: A) এক (এক)

Explanation: বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথাঃ – বেতবুনিয়া (রাঙ্গামাটি), ১৯৭৫; – তালিবাবাদ (গাজীপুর), ১৯৮২; – মহাখালী (ঢাকা), ১৯৯৫ এবং – সিলেট, ১৯৯৭। উৎসঃ দৈনিক পত্রিকা এবং জাতীয় তথ্য বাতায়ন

90. Question:  গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

A) ৫ ঘণ্টা 

B) সাড়ে ৫ ঘণ্টা

C) সাড়ে ৬ ঘণ্টা

D) ৬ ঘণ্টা

Answer: C) সাড়ে ৬ ঘণ্টা

Explanation: বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে। পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা

91. Question:  আকাশ নীল দেখায় কেন?

A) নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে

B) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে

C) নীল আলোর প্রতিফলন বেশি বলে 

D) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

Answer: A) নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে

Explanation: – সূর্যের আলোর মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাত রঙের আলো আছে। যখন এক আলোক তরঙ্গ অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার ওপর পড়ে, তখন এ কণাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে আলোর বিক্ষেপণ বলে।

92. Question:  ‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে – এটি কি?

A) হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

B) ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া 

C) হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা

D) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা

Answer: A) হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

Explanation: মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা ফলে স্ট্রোক হয়। যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। যা একটি রক্ত সঞ্চালনের জনিত একটি রোগ। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

93. Question:  কোনটি রক্তের কাজ নয়?

A) কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা

B) ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা

C) হরমোন বিতরণ করা

D) জারক রস (enzyme) বিতরণ করা 

Answer: A) কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা

Explanation: রক্তের উল্লেখযোগ্য কাজ হলোঃ – অক্সিজেন পরিবহন, – কার্বন ডাই-অক্সাইড অপসারণ, – খাদ্যসার পরিবহন, – তাপের সমতা রক্ষা, – বর্জ্য পদার্থ নিষ্কাশন, – হরমোন পরিবহন, – রোগ প্রতিরোধ, – রক্ত জমাট বাঁধা।

94. Question:  বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

A) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে

B) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে

C) মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে 

D) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

Answer: B) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে (B)

Explanation: বিদুৎ উৎপাদনে প্রকল্পে ও মোটর কারে নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় NO গ্যাস উৎপন্ন হয়। পরে বায়ুর অক্সিজেনসহ NO বিক্রিয়া করে NO2 এবং ওজোন ও পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক এসিডরুপে ভূপৃষ্ঠে পতিত হয়।উদ্ভিদ নাইট্রেট লবণ গ্রহণ করে। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।

95. Question:  ”গ্রীন হাউজ ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

A) উত্তাপ অনেক বেড়ে যাবে

B) বৃষ্টিপাত কমে যাবে 

C) নাইক্লোনের প্রবণতা বাড়বে

D) নিম্নভূমি নিমজ্জিত হবে

Answer: A) উত্তাপ অনেক বেড়ে যাবে (A)

Explanation: গ্রীন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি- নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রীন হাউস ইফেক্টের কারনে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

96. Question:  ‘নিত্য ব্যবহার্য বহু’ এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

A) ফুসফুসে রোগ সৃষ্টি করে

B) গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে

C) দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায় 

D) ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে

Answer: C) দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়

Explanation: দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়ওজোন স্তর ক্ষয়কারী পর্দাথের মধ্যে CFC হলো প্রধান। এছাড়াও N2O, NO, মিথেন, BCF, CH3Br, CCl4 ইত্যাদি ওজোন স্তর ক্ষয়কারী পর্দাথের অন্তর্ভূক্ত।

97. Question:  আলট্রাসনোগ্রাফি কি?

A) নতুন ধরনের এক্সরে

B) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ 

C) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ

D) ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিং

Answer: B) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ

Explanation: আলট্রাসনোগ্রাফি দিয়ে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, মাংসপেশি ইত্যাদির ছবি তোলা হয়। এটি করার জন্য খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ও ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দ ব্যবহার করে তার প্রতিধ্বনিকে শনাক্ত করা হয়।

98. Question:  বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?

A) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বদ্ধ হয়

B) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে

C) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে 

D) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

Answer: B) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে

Explanation: যে প্রবাহ সময়ের সাথে সাথে দিক বা দশা পরিবর্তন করে তাকে দিক পরিবর্তী প্রবাহ বলে(A.C.)। বাংলাদেশের তড়িৎ-এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল বলতে- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়।

99. Question:  নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

A) পাল ব্যবহার করে 

B) নদী স্রোতের সুকৌশল ব্যবহারে

C) গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে

D) যথাযথভাবে হাল ঘুরিয়ে

Answer: C) গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে

Explanation: বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে টানে। কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ প্রতিহত করা হয়।

100. Question: ) ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

A) এলইডি

B) সিলিকন চিপ

C) আইসি 

D) এলসিডি

Answer: B) সিলিকন চিপ (Silicon Chip)

Explanation: আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি সব সূক্ষ্ম সিলিকন চিপ-এর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সিলিকন চিপ এক প্রকার অতি পাতলা বিস্কুটের মতো ক্রিস্টালের ফালি/স্লাইস যা অন্তত ১০ হাজার ইলেকট্রনিক কম্পোনেন্ট ধারণ করে। বর্তমানে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে,

Leave a Reply

en_USEN