- April 27, 2025
- By: Samir Shahriar
- BCS Question Bank
1. Question: চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
A) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
B) আরাকান রাজগ্রন্থাগার থেকে
C) সুদূর চীন দেশ থেকে
D) নেপালের রাজগ্রন্থশালা থেকে
Answer: C) সুদূর চীন দেশ থেকে (C)
Explanation: চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। – এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন। – ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। – চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। – চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
2. Question: মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
A) বিজয়গুপ্ত
B) কানাহরি দত্ত
C) মুকুন্দরাম চক্রবর্তী
D) ভারতচন্দ্র রায়গুণাকর
Answer: C) মুকুন্দরাম চক্রবর্তী
Explanation: – মঙ্গলযুগ তথা মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। – তিনি ১৭১২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। – তিনি অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা।
3. Question: বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
A) নবদ্বীপের
B) বর্ধমানের
C) বৃন্দাবনের
D) মিথিলার
Answer: C) বৃন্দাবনের
Explanation: – বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি হলেন বিদ্যাপতি। – বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিবসিংহের সভাকবি। – বিদ্যাপতিকে ‘মিথিলার কবি’ বা ‘মৈথিল কোকিল’ বলা হয়। – তাঁকে ‘কবি কণ্ঠহার’ উপাধি দেন রাজা শিবসিংহ।
4. Question: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
A) শ্রী রাধার ননদিনী
B) শ্রী রাধার শাশুড়ি
C) জনৈক গোপবালা
D) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
Answer: C) জনৈক গোপবালা
Explanation: শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য। – এটি বড়ুচণ্ডীদাস রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। এটি বাংলা ভাষায় রচিত কোন লেখকের প্রথম একক গ্রন্থ। – রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। – এই কাব্যের প্রধান চরিত্র তিনটি কৃষ্ণ, রাধা ও বড়াই (রাধাকৃষ্ণের প্রেমের দূতি)।
5. Question: লোকসাহিত্য কাকে বলে?
A) গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
B) লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
C) গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
D) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
Answer: D) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
Explanation: – লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমন্ডলে একটি সংহত সমাজমানস থেকে এর উদ্ভব।
6. Question: বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
A) নবম শতকে
B) ত্রয়োদশ শতকে
C) ষোড়শ শতকে
D) উনিশ শতকে
Answer: B) ত্রয়োদশ শতকে
Explanation: ষোল শতক থেকে গদ্যরীতির সূচনা হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে নিতান্ত প্রয়োজনের মধ্যে তা সীমাবদ্ধ থাকে। ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষসাধন মোটেই সম্ভবপর হয় নি। – ইতস্তত বিক্ষিপ্ত কিছুসংখ্যক দৃষ্টান্ত অন্যত্র দৃষ্টিগোচর হলেও বাণিজ্যসম্ভারের পশ্চাতে খ্রিষ্টধর্মের পসার সাজিয়ে আগত পর্তুগিজ পাদ্রিদের হাতেই বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের সূত্রপাত হয়।
7. Question: বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
A) বঙ্গদর্শন
B) সংবাদ প্রভাকর
C) তত্ত্ববোধিনী
D) দিকদর্শন
Answer: A) বঙ্গদর্শন
Explanation: – বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো দিগদর্শন। – শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশনারিদের উদ্যোগে ১৮১৮ সালের এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন সাময়িকপত্র প্রকাশিত হয়।
8. Question: ইয়ং বেঙ্গল কি?
A) বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
B) একটি সাময়িক পত্রের নাম
C) একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
D) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
Answer: B) একটি সাময়িক পত্রের নাম
Explanation: ইয়ং বেঙ্গল হিন্দু কলেজের ছাত্রদেরকে সমসাময়িক কলকাতা সমাজ কর্তৃক প্রদত্ত সামাজিক বুদ্ধিবাদী একটি অভিধা বিশেষ। এঁরা সবাই হিন্দু কলেজ-এর মুক্তবুদ্ধি যুক্তিবাদী শিক্ষক হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও-র অনুসারী ছিলেন। ডিরোজিও তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ-প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন।
9. Question: দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
A) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
B) কল্কি অবতার
C) কিঞ্চিত জলযোগ
D) বিয়ে পাগলা বুড়ো
Answer: B) কল্কি অবতার
Explanation: দীনবন্ধু মিত্রের কাব্যগ্রন্থ – – দ্বাদশ কবিতা ও – সুরধুনী কাব্য। দীনবন্ধু মিত্র রচিত প্রহসন: – সধবার একাদশী, – বিয়ে পাগলা বুড়ো ও – জামাই বারিক নাটক: – লীলাবতী, – নবীন তপস্বিনী, – কমলে কামিনী
10. Question: মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
A) নটির পূজা
B) কৃষ্ণকুমারী
C) নবীন তপস্বিনী
D) বেহুলা গীতাভিনয়
Answer: B) কৃষ্ণকুমারী
Explanation: বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক বসন্তকুমারী নাটক। – নাটকটির রচয়িতা মীর মশাররফ হোসেন। নাটকটিকে তিনি নবাব আবদুল লতিফ উৎসর্গ করেন।
11. Question: কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
A) ১৮১৭ সালে
B) ১৮৩২ সালে
C) ১৮৫২ সালে
D) ১৭৫৩ সালে
Answer: C) ১৮৫২ সালে (C)
Explanation: – ইউরো-প্রভাবিত নাট্যচর্চার প্রবর্তন জানামতে, বাংলার সর্বপ্রথম ইংরেজ নাট্যশালা দ্য প্লে হাউস (বা দ্য থিয়েটার) ১৭৫৩ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। – ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা নগরী আক্রান্ত হলে নাট্যশালাটি বন্ধ হয়ে যায়।
12. Question: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
A) একরাত্রি
B) নষ্টনীড়
C) মধ্যবর্তিনী
D) ক্ষুধিত পাষাণ
Answer: B) নষ্টনীড়
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত ছোটগল্প গুলো হলোঃ – কঙ্কাল, – নিশীথে, – মনিহারা, – ক্ষুধিত পাষাণ
13. Question: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
A) মোতাহের হোসেন
B) ইসমাইল হোসেন সিরাজী
C) ফররুখ আহমদ
D) মীর মশাররফ হোসেন
Answer: B) ইসমাইল হোসেন সিরাজী
Explanation: মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷ – তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
14. Question: নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
A) মাহে নও
B) সওগাত
C) কালিকলম
D) ধূমকেতু
Answer: A) মাহে নও
Explanation: – কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা – ধূমকেতু ১৯২২ সালে প্রকাশিত হয়। – ১৯২৫ সালে প্রকাশিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। – এর আগে কমরেড মুজাফ্ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন – দৈনিক নবযুগ।
15. Question: জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
A) ধূসর পাণ্ডুলিপি
B) দুর্দিনের যাত্রী
C) ঝরা পালকের কবি
D) কবিতার কথা
Answer: A) ধূসর পাণ্ডুলিপি
Explanation: জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ কবিতার কথা। তাঁর রচিত উপন্যাসসমূহ – – মাল্যবান, – সুতীর্থ, – নিরুপম যাত্রা, – বিভা, – জলপাইহাটি ইত্যাদি।
16. Question: ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A) কাজী নজরুল ইসলাম
B) বন্দে আলী মিয়া
C) আব্দুল কাদির
D) ফররুখ আহমদ
Answer: A) কাজী নজরুল ইসলাম
Explanation: – ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। এটির প্রকাশিত হয় ১৯৪৪ সালে।
17. Question: বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
A) অগ্নিসাক্ষী
B) চিলেকোঠার সেপাই
C) অনেক সূর্যের আশা
D) আরেক ফাল্গুন
Answer: A) অগ্নিসাক্ষী
Explanation: ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস – আরেক ফাল্গুন। প্রকাশকাল – ১৯৬৮ সাল। – এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। – পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে – ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য।
18. Question: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
A) শঙ্খনীল কারাগার
B) কাঁটাতারে প্রজাপতি
C) আর্তনাদ
D) জাহান্নাম হইতে বিদায়
Answer: A) শঙ্খনীল কারাগার
Explanation: জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১) শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস। – এ উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বসে লেখা হয় এবং কলকাতার আনন্দ পাবলিশার্স ১৯৭১ সালেই তা প্রকাশ করে।
19. Question: শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
A) বনী আদম
B) জননী
C) চৌরসন্ধি
D) ক্রীতদাসের হাসি
Answer: A) বনী আদম
Explanation: কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। – তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। – ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের জন্য ১৯৬৬ সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
20. Question: ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
A) প্রতিরোধ
B) উপস্থাপন
C) উপযোগী
D) অনুরোধ
Answer: A) প্রতিরোধ
Explanation: উপরোধ (বিশেষ্য) – অনুরোধ, সুপারিশ; persistent request।
21. Question: A rocket flying to the moon does not need wings because-
A) it has no engine
B) space has too much dust
C) it has no fuel
D) space is airless
Answer: D) space is airless
Explanation: – Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust. – The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
22. Question: Rubber is notable for its-
A) lightness
B) heaviness
C) Viscosity
D) elasticity
Answer: D) elasticity
Explanation: Elasticity is the property of solid materials to return to their original shape and size after the forces deforming them have been removed. Rubber is notable for elasticity.
23. Question: Julius Caesar was the ruler of Rome about-
A) 1000 years ago
B) 1500 years ago
C) 3000 years ago
D) 2000 years ago
Answer: D) 2000 years ago
Explanation: – Julius Caesar is a celebrated Roman general and statesman, the conqueror of Gaul (58–50 BCE), victor in the civil war of 49–45 BCE, and dictator (46–44 BCE), who was launching a series of political and social reforms when he was assassinated by a group of nobles in the Senate House on the Ides of March.
24. Question: The South Pole is located in the-
A) Arctic
B) Occident
C) Antipodes
D) Antarctic
Answer: D) Antarctic
Explanation: South Pole, southern end of the Earth’s axis, lying in Antarctica. – ১৬০০ খ্রিস্টাব্দে রাণী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক ড. গীলবার্ট বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী একটি চুম্বক।
25. Question: Tiger : Zoology :: Mars : ?
A) Astrology
B) Cryptology
C) Telescope
D) Astronomy
Answer: D) Astronomy
Explanation: Zoology, branch of biology that studies the members of the animal kingdom and animal life in general. So Tiger is related to zoology. Astronomy, science that encompasses the study of all extraterrestrial objects and phenomena. So Mars is related to astronomy.
26. Question: Break : Repair : : Wound : ?
A) Plaster
B) Hurt
C) Fix
D) Heal
Answer: D) Heal
Explanation: Break (verb) = Separate or cause to separate into pieces as a result of a blow, shock, or strain. বাংলা অর্থ – ভেঙে ফেলা; ভেঙে যাওয়া; আলাদা, বিচ্ছিন্ন বা বিযুক্ত করা বা হওয়া।
27. Question: Frightened : Scream : : Angry : ?
A) Cry
B) Shiver
C) Sneer
D) Shout
Answer: D) Shout
Explanation: When we are frightened we scream and we shout when we are angry.
28. Question: He ____ consciousness as a result of his head hitting the car’s dashboard.
A) failed
B) broke
C) Passed
D) lost
Answer: D) lost
Explanation: We need to consider the compatibility of words meanings. So here lost consciousness is the correct word. Because, consciousness is not a thing that could break, pass or fail.
29. Question: Only after I ____ home, did I remember my doctor’s appointment.
A) going
B) go
C) gone
D) went
Answer: D) went
Explanation: According to subject verb agreement both clauses should be in simple past form.
30. Question: When they had their first child, they put ____ a large sum for his education.
A) Under
B) beside
C) outside
D) aside
Answer: D) aside
Explanation: Put aside is a phrasal verb which means to save. Here they saved some money for the education of their child.
31. Question: Julia has been ill ____ three months.
A) since
B) about
C) in
D) for
Answer: D) for
Explanation: – ‘For’ preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। • He has been ill for three months. – অন্যদিকে ‘since’ preposition টি point of time অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। • Fahema lives in Dhaka since 2016.
32. Question: We were waiting for the bus. The underlined part is-
A) a noun phrase
B) an infinitive phrase
C) a verb phrase
D) a prepositional phrase
Answer: C) a verb phrase
Explanation: – Phrase টি wait verb-কে modify করায় এটি adverbial phrase. – অপশনে adverbial phrase না থাকায়, উত্তর হিসাবে prepositional phrase হয়েছে।
33. Question: The word ‘disinterested’ means-
A) lack of interest
B) indifferent
C) callous
D) neutral
Answer: D) neutral
Explanation: Disinterested (Noun): Meaning: The state of not being influenced by personal involvement in something; impartiality. Synonyms: Unbiased (পক্ষপাতহীন; নিরপেক্ষ), Neutral (নিরপেক্ষ), Impersonal (নৈর্ব্যক্তিক; অনাত্ম্য). Antonyms: Biased (পক্ষপাতী), Interested (আগ্রহী; স্বার্থসম্পৃক্ত).
34. Question: Who did write first English dictionary?
A) Boswell
B) Ben Jonson
C) Milton
D) Samuel Johnson
Answer: D) Samuel Johnson
Explanation: A Dictionary of the English Language was first published on 15 April 1755 which was written by Samuel Johnson. – এই কারণে তাকে Father of English Dictionary বলা হয়। – তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন। Source: Britannica
35. Question: New programs will be ____ next week in Bangladesh Television.
A) Broadecasted
B) published
C) telecasted
D) telecast
Answer: D) telecast
Explanation: – Telecast is the transmission by television. – Broadcast is used especially for live and radio programme. – Published used when it comes to book or newspaper.
36. Question: The word ‘electorate’ means-
A) election office
B) Candidates
C) many elections
D) a body of voters
Answer: D) a body of voters
Explanation: Electorate (noun): Meaning: All the people in a country or area who are entitled to vote in an election/a body of voters. Source: Oxford Dictionary
37. Question: ‘Animal Farm’ was written by-
A) Mark Twain
B) Stevenson
C) Swift
D) George Orwell
Answer: D) George Orwell
Explanation: – Animal Farm, anti-utopian satire by George Orwell, published in 1945. – One of Orwell’s finest works, it is a political fable based on the events of Russia’s Bolshevik revolution and the betrayal of the cause by Joseph Stalin
38. Question: There is no alternative ____ training.
A) of
B) for
C) than
D) to
Answer: C) than
Explanation: – Appropriate preposition, Alternative এরপর to বসে। – There is no alternative to training.
39. Question: Which sentence is correct?
A) This is an unique case
B) This is the most unique case
C) This is a very unique case
D) This is a unique case
Answer: D) This is a unique case
Explanation: কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে। যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি। তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
40. Question: I cannot ____ to pay such high prices.
A) able
B) but
C) try
D) afford
Answer: D) afford
Explanation: Able means the ability to do something and afford means the ability to spend. তাই এখানে বাক্যের context (অর্থ ব্যায় করার সামর্থ্য না থাকা) অনুযায়ী শূন্যস্থানে afford বসবে।
41. Question: Dhaka is becoming one of the ____ cities in Asia.
A) more busy
B) busy
C) most busiest
D) busiest
Answer: D) busiest
Explanation: Natural superlative form of “busy” is “busiest” so there is no need to use “most”.
42. Question: He had written the book before he-
A) will be retired
B) had retired
C) has retired
D) retired
Answer: B) had retired
Explanation: Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে।
43. Question: Rizvi requested Rini ____ telephone to attend the meeting.
A) over
B) through
C) with
D) by
Answer: D) by
Explanation: Phone শব্দটির পূর্বে by বসে। কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
44. Question: The word ‘precedence’ means-
A) example
B) case
C) elderly
D) priority
Answer: D) priority
Explanation: Precedence (noun): Meaning: The condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
45. Question: The prices of rice are-
A) raising
B) risen
C) Raised
D) rising
Answer: D) rising
Explanation: The present continuous tense is formed with the subject plus the present particle form (-ing) of the main verb and the present continuous tense of the verb to be: am, is, are.
46. Question: ‘To get along with’ means-
A) to walk
B) to accompany
C) to interest
D) to adjust
Answer: D) to adjust
Explanation: To get along’ with means ‘to adjust’. To get along’ with এর বাংলা অর্থ মানিয়ে নেওয়া (to adjust).
47. Question: ‘If winter comes, can spring be far behind?’ These lines were written by-
A) Keats
B) Frost
C) Eliot
D) Shelley
Answer: A) Keats
Explanation: Ode to the West Wind By Percy Bysshe Shelley
48. Question: The verb of the word ‘short’ is-
A) enshort
B) shorting
C) shorted
D) shorten
Answer: D) shorten
Explanation: According to the Oxford Dictionary: – Shortly – adverb, – Short – adjective, – Shorten – verb, – Shortness – noun
49. Question: ‘light’ is to ‘dark’ as ‘cold’ is to-
A) Winter
B) heat
C) cool
D) hot
Answer: B) heat
Explanation: প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে Dark-কে relate করা হয়েছে light এর সাথে। – Light ও dark -এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান। – Dark Adjective হিসেবে ব্যবহার হলে বিপরীতার্থক শব্দ light. – Dark অর্থ অন্ধকার, তিমির ইত্যাদি। Light অর্থ আলােক বিশিষ্ট, উজ্জ্বল।
50. Question: Many prefer donating money ____ distributing clothes.
A) than
B) but
C) Withont
D) to
Answer: D) to
Explanation: We use ‘prefer’ to say we like one thing or activity more than another.
51. Question: If you count from 1 to 100, how many 5s will you pass on the way?
A) 19
B) 11
C) 18
D) 20
Answer: A) 19
Explanation: From 1 to 100 there is 20 5s. The numbers are: 5, 15, 25, 35, 45, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 65, 75, 85, 95
52. Question: A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
A) 0
B) 16
C) 8
D) 9
Answer: B) 16
Explanation: Answer is given in the question. All but 9 died means – except 9 all other hens are died. বাক্যটির বাংলা অর্থ – এক কৃষকের ১৭টি মুরগী ছিলো। নয়টি বাদে বাকি সবগুলো মারা গিয়েছিলো। So there are 9 alive hens.
53. Question: If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?
A) 3
B) 18
C) 9
D) 6
Answer: C) 9
Explanation: 2 pages can be typed in 2 minutes by 2 typists 1 pages can be typed in 1 minutes by (2 × 2)/2 typists 18 pages can be typed in 6 minutes by (2 × 2 × 18)/(2 × 6) = 6 typists.
54. Question: The fifth consonant from the beginning of this sentence is the letter-
A) i
B) e
C) a
D) t
Answer: B) e
Explanation: Consonants from the beginning of the sentence are t, h, f, f, t, h. So “t” is the fifth consonant.
55. Question: If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a-
A) Sunday
B) Tuesday
C) Monday
D) Wednesday
Answer: B) Tuesday
Explanation: If the second day is Monday then two weeks after the second day (16th day) will also be Monday. Then, – 17th day is Tuesday, – 18th day is Wednesday. – 19th Day is Thursday So, the correct answer is: Wednesday
56. Question: Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
A) 7 meters
B) 14 meters
C) 6 meters
D) 10 meters
Answer: A) 7 meters
Explanation: 42 + 32 = 25 = 52 সুতরাং, মোট দূরত্ব (5 × 2) = 10 মিটার।
57. Question: 30% of 10 is 10% of which?
A) 600
B) 60
C) 40
D) 30
Answer: B) 60
Explanation: 30% of 10 = 10% of x ⇒ (30/100) × 10 = (10/100) × x ⇒ 3 = x/10 So, x = 30
58. Question: Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim?
A) 15 years
B) 18 years
C) 17 years
D) 16 years
Answer: B) 18 years
Explanation: If Karim’s age is x, then Rahim’s age will be 3x. According to question, 3x = 12 So, x = 4 After Y years Rahim’s age will be doubled than Karim, So, 12 + y = 2(4 + y) ⇒ y = 4 At that time Rahim’s age = 3x + y = (3 × 4) + 4 = 16
59. Question: Divide 30 by half and add 10. What do you get?
A) 25
B) 45
C) 55
D) 70
Answer: B) 45
Explanation: 30/0.5 + 10 = 70
60. Question: If a man swims 4 meters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
A) 0.8 mph
B) 3.2 mph
C) 2.4 mph
D) 1.6 mph
Answer: B) 3.2 mph
Explanation: 1 mph এ 4m যায় 4 ঘন্টায় 4 mph এ 4m যায় 1 ঘন্টায় ∴5 ঘন্টায় যায় 8m ∴1 ঘন্টায় যায় (8/5)m=1.6 m So,the average speed is 1.6mph
61. Question: পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
A) কমপ্যাক, ১৯৮৫
B) অ্যাপল, ১৯৭৭
C) আইবিএম, ১৯৮৩
D) এপসন, ১৯৮১
Answer: C) আইবিএম, ১৯৮৩
Explanation: – ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। – বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ হচ্ছে দোয়েল।
62. Question: কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
A) নেগ্রিটো
B) ভোটচীন
C) দ্রাবিড়
D) অস্ট্রিক
Answer: C) দ্রাবিড়
Explanation: – নৃতাত্ত্বিক গঠন প্রক্রিয়ার দিক থেকে বাঙালি জাতি হলো একটি সংকর জাতি। বাঙালি জাতিধারার নৃতাত্ত্বিক গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকলেও অস্ট্রিক জাতির ভূমিকা সর্বাধিক – ইন্দোচীন থেকে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত ‘অস্ট্রিক’ জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে।
63. Question: ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
A) ১২০৬ খ্রিস্টাব্দে
B) ১৩১০ খ্রিস্টাব্দে
C) ১৫২৬ খ্রিস্টাব্দে
D) ১৬১০ খ্রিস্টাব্দে
Answer: C) ১৫২৬ খ্রিস্টাব্দে
Explanation: – ১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। এই নাম সম্রাট জীবিত থাকা পর্যন্ত বহাল ছিল।
64. Question: ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কি ছিল?
A) বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ
B) প্রাদেশিক স্বায়ত্তশাসন
C) পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
D) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
Answer: A) বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ
Explanation: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ইশতেহার ছিল ২১ দফা। – ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। – যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে। – এর প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। – যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
65. Question: অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
A) ২১ ফেব্রুয়ারি ১৯৮০
B) ২৬ ডিসেম্বর ১৯৭৯
C) ১ জানুয়ারি ১৯৮০
D) ১৬ ডিসেম্বর ১৯৭৯
Answer: C) ১ জানুয়ারি ১৯৮০
Explanation: – ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য; যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে। – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হয় – এর ভাস্কর ছিলেন সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
66. Question: জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
A) ৪৬.৫ মি
B) ৪৫ মি
C) ৪৫.৫ মি
D) ৪৬ মি
Answer: A) ৪৬.৫ মি
Explanation: – ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক জাতীয় স্মৃতিসৌধ । বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভার উপজেলায় ৪৪ হেক্টর জায়গা নিয়ে স্থাপন করা হয়েছে স্মৃতি সৌধ কমপ্লেক্স। – ১৯৭১ এর ডিসেম্বরে সাভারের রক্তক্ষয়ী যুদ্ধ, মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয়,তাদের বীরত্ব ও আত্মত্যাগ স্মরণ করে স্মৃতি সৌধ সাভারে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
67. Question: হাজংদের অধিবাস কোথায়?
A) সিলেট ও মণিপুর
B) কক্সবাজার ও রামু
C) রংপুর ও দিনাজপুর
D) ময়মনসিংহ ও নেত্রকোনা
Answer: A) সিলেট ও মণিপুর
Explanation: – হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে।
68. Question: নিঝুম দ্বীপের আয়তন কত?
A) ৮০ব. মা.
B) ৮২ ব. মা.
C) ৮৫ ব. মা.
D) ৯০ ব. মা. প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: A) ৮০ব. মা.
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
69. Question: বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
A) ৮৩,৯০০ টি
B) ৮৪,৫০০ টি
C) ৮৫,৫০০ টি
D) ৮৭,১৯১ টি
Answer: A) ৮৩,৯০০ টি
Explanation: পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে গ্রামের সংখ্যা ৮৭,১৯১ টি
70. Question: বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
A) ১১ এপ্রিল ১৯৭৩
B) ৫ মার্চ ১৯৭৩
C) ৬ এপ্রিল ১৯৭৩
D) ৭ মার্চ ১৯৭৩
Answer: A) ১১ এপ্রিল ১৯৭৩
Explanation: – স্বাধীন বাংলাদেশে ৭ মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। – এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ টি আসনের মধ্যে ২৯৩ টি আসন লাভ করে৷ – আওয়ামীলীগ ছাড়া এই নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ জাতীয় লীগ অংশগ্রহণ করে।
71. Question: বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
A) লালমোহন
B) লালপুর
C) হিলি
D) সেন্টমার্টিন
Answer: A) লালমোহন
Explanation: – পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন, দৌলতখান, ভোলা। আয়তন ১১ বর্গ কিলোমিটার। – এর পূর্বে সবচেয়ে ছোট ইউনিয়ন ছিলো – সেন্টমার্টিন। দ্বীপটির আয়তন -৮ বর্গকি.মি।
72. Question: যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
A) ৯৯
B) ১০২
C) ১০১
D) ১০০
Answer: B) ১০২
Explanation: মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। – মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ এবং – উচ্চকক্ষ সিনেট পরিষদ। – প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি, যার মেয়াদ ২ বছর। – অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে আসন সংখ্যা ১০০টি, যার মেয়াদ ৬ বছর।
73. Question: ফেয়ার ফ্যাক্স কি?
A) সংবাদ সংস্থা
B) পরিবেশ সংস্থা
C) মানবাধিকার সংস্থা
D) গোয়েন্দা সংস্থা
Answer: C) মানবাধিকার সংস্থা
Explanation: ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। এছাড়াও Central Intelligence Agency (C.I.A), Defense Intelligence Agency (D.I.A) ও Federal Bureau of Investigation( F.B.I) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
74. Question: NASA এর সদর দপ্তর কোথায়?
A) ফ্লোরিডা
B) টেকসাস
C) কেপ কেনেডি
D) ওয়াশিংটন ডিসি
Answer: A) ফ্লোরিডা (Florida)
Explanation: NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration. – NASA হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। – এটি ১৯৫৮ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। – এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত। – ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র।
75. Question: দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
A) ৩০০ বছর
B) ৩৩৫ বছর
C) ৫০০ বছর
D) ৩৪২ বছর
Answer: B) ৩৩৫ বছর
Explanation: ১৯৬১ সালের নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন এবং ১৯৬৪ সালে অন্তর্ঘাত সহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্ণবাদী সরকার। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি পান
76. Question: বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
A) রিগান
B) জিমি কার্টার
C) নিক্সন
D) বিল ক্লিনটন
Answer: B) জিমি কার্টার
Explanation: ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement): ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম – General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
77. Question: ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
A) জেনারেল দ্য গল
B) জ্যাক শিরাক
C) ফ্রঁসিয়ে মিতেরাঁ
D) ইমানুয়েল ম্যাক্র
Answer: D) ইমানুয়েল ম্যাক্র
Explanation: ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি দেশ। – দেশটির বর্তমান প্রেসিডেন্ট – ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron)। – তার রাজনৈতিক দলের নাম – La République En Marche! – তিনি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। – ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম – জিন কাসটেক্স (Jean Castex)
78. Question: হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
A) হিমালয়
B) আল্পস
C) ব্ল্যাক ফরেস্ট
D) কুয়েনলুন পর্বত
Answer: A) হিমালয়
Explanation: – The Kunlun Mountains form a part of that region in Central Asia in which there is only internal drainage, associated mainly with the Tarim and Qaidam basins to the north and the basins of the Plateau of Tibet to the south
79. Question: মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
A) হিন্ডারবার্গ লাইন
B) ম্যাকনামারা লাইন
C) ডুরান্ড লাইন
D) সনোরা লাইন
Answer: C) ডুরান্ড লাইন
Explanation: সনোরা লাইন – যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড। সিগফ্রিড লাইন – জার্মানি ও ফ্রান্স হিন্ডেনবার্গ লাইন – জার্মানি ও ফ্রান্স (ওয়েস্টার্ন ফ্রন্ট) ডুরান্ড লাইন – পাকিস্তান ও আফগানিস্তান।
80. Question: ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
A) ফিনল্যান্ড
B) ফ্রান্স
C) জার্মানী
D) বেলজিয়াম
Answer: B) ফ্রান্স
Explanation: – ইউরোপের ককপিট – বেলজিয়াম – ইউরোপের বুট – ইতালি – ইউরোপের ক্রীড়াঙ্গন – সুইজারল্যান্ড – সমুদ্রের বধু – গ্রেট ব্রিটেন
81. Question: বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
A) পোল্যান্ড
B) স্লোভাকিয়া
C) কাজাকিস্তান
D) ফিনল্যান্ড
Answer: D) ফিনল্যান্ড
Explanation: UNDP ও OECD এর রিপোর্ট অনুসারে, ১০০% শিক্ষার (১৫ বছরের বেশি) রয়েছে কয়েকটি দেশে।
82. Question: রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
A) ফ্রেয়নকে ঘনীভূত করা
B) ফ্রেয়নকে ঠাণ্ডা করা
C) ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
D) ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
Answer: C) ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো (Compresses the refrigerant and increases its temperature and pressure)
Explanation: রেফ্রিজারেটরের শীতলীকরণ প্রকোষ্ঠকে ঘিরে থাকে তামার তৈরি ফাপা নলের কুন্ডলী। একে বাষ্পীভবন কুন্ডলী বলে। – এই কুন্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন ব্যবহার করা হয়। – ফ্রেয়ন হচ্ছে ডাইক্লোরােডাইফ্লোরাে মিথেন। এই নলের সাথে একটি সংকোচন পাম্প সংযুক্ত থাকে।
83. Question: এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
A) ৪ ক্যালরি
B) ২ ক্যালরি
C) ৩ ক্যালরি
D) ১০ ক্যালরি
Answer: B) ২ ক্যালরি
Explanation: আমরা জানি এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে ১ ক্যালরি তাপের প্রয়োজন। তাহলে, এক গ্রাম পানির তাপমাত্রা ১০ (২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি) ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে ১০ ক্যালরি তাপের প্রয়োজন।
84. Question: কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
A) ১ সেকেন্ড
B) ০.০০১ সেকেন্ড
C) ০.০১ সেকেন্ড
D) ০.১ সেকেন্ড
Answer: B) ০.০০১ সেকেন্ড
Explanation: – মানুষের মস্তিষ্কে কোন শব্দের শোনার পর ০.১ সেকেন্ড এটার রেশ থাকে। এই সময়ের আগে প্রতিধ্বনি শুনলে মস্তিষ্ক সেটাকে মূল শব্দ থেকে আলাদা করতে পারে না।
85. Question: টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
A) প্রাকৃতিক চুম্বক
B) অস্থায়ী চুম্বক
C) সংকর চুম্বক
D) স্থায়ী চুম্বক
Answer: B) অস্থায়ী চুম্বক
Explanation: কৃত্রিম চুম্বক: কৃত্রিম চুম্বক দুই ধরনের হয়। ১. অস্থায়ী বা কোমল চুম্বক ২. স্থায়ী বা কঠিন চুম্বক
86. Question: টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
A) ১ টি
B) ২ টি
C) ৪ টি
D) ৩ টি
Answer: C) ৪ টি
Explanation: রঙিন টেলিভিশন – রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
87. Question: যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
A) ডায়নামো
B) মোটর
C) জেনারেটর
D) ট্রান্সফর্মার
Answer: D) ট্রান্সফর্মার (Transformer)
Explanation: ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র। এই যন্ত্র উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, কিন্তু শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায় এবং বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
88. Question: বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
A) ওয়াট আওয়ারে
B) ওয়াটে
C) ভোল্টে
D) কিলোওয়াট ঘণ্টায়
Answer: D) কিলোওয়াট ঘণ্টায়
Explanation: – বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক বা ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। – বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘণ্টায়। – এক কিলোওয়াট ঘণ্টা সমান ৩.৬ × ১০৬ জুল।
89. Question: কোনটি পানিতে দ্রবীভূত হত না?
A) গ্লিসারিন
B) ফিটকিরি
C) সোডিয়াম ক্লোরাইড
D) ক্যালসিয়াম কার্বনেট
Answer: A) গ্লিসারিন
Explanation: – সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়। – বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সহজেই দ্রবীভূত হয়। – এছাড়া চিনিও পানিতে দ্রবীভূত হয়।
90. Question: পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
A) কোনোটিই নয়
B) পটাসিয়াম
C) ম্যাগনেসিয়াম
D) সোডিয়াম
Answer: B) পটাসিয়াম
Explanation: – পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়। Liquid sodium is used as a coolant in fast breeder reactors on account of its excellent heat transfer properties. It must, however, be in the pure form to be compatible with structural materials
91. Question: চা পাতায় কোন ভিটামিন থাকে?
A) ভিটামিন-ই
B) ভিটামিন-কে
C) ভিটামিন-এ
D) ভিটামিন-বি কমপ্লেক্স
Answer: C) ভিটামিন-এ
Explanation: – চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। – শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন-ই পাওয়া যায়। – সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন-কে এর প্রধান
92. Question: উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
A) পটাসিয়ামের
B) ফসফরাসের
C) ইউরিয়ার
D) নাইট্রোজেনের
Answer: D) নাইট্রোজেনের
Explanation: – নাইট্রোজেনের অভাব হলে ক্লোরােফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। – ক্লোরাোেফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। – পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরােসিস (chlorosis) বলে।
93. Question: মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
A) ১৫ ইঞ্চি (প্রায়)
B) ১৭ ইঞ্চি (প্রায়)
C) ২০ ইঞ্চি (প্রায়)
D) ১৮ ইঞ্চি (প্রায়)
Answer: B) ১৭ ইঞ্চি (প্রায়)
Explanation: – সুষুম্না কান্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। – Spinal Cord বা স্নায়ু রজ্জু মস্তিষ্ক থেকে মেরুদন্ডের ভেতরে অবস্থিত। – Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal Nerve) উৎপন্ন হয়।
94. Question: ক্যান্সার রোগের কারণ কি?
A) কোষের অস্বাভাবিক মৃত্যু
B) উপরের সবগুলো
C) কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
D) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Answer: C) কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
Explanation: – শরীরে কোনো স্থানে কোষের দ্রুত, অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজন হলে তাকে ক্যান্সার বলে। – দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে ক্যান্সার রোগ হয়। এই রোগে মৃত্যুর হার অনেক বেশি।
95. Question: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
A) অগ্ন্যাশয় হতে
B) প্যানক্রিয়াস হতে
C) লিভার হতে
D) পিটুইটারী গ্ল্যান্ড হতে প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: The correct answer is:
D) পিটুইটারী গ্ল্যান্ড হতে (from the pituitary gland)
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
96. Question: সুষম খাদ্যের উপাদান কয়টি?
A) ৪ টি
B) ৫ টি
C) ৮ টি
D) ৬ টি
Answer: B) ৫ টি
Explanation: মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬টি। এগুলো হলো – – শর্করা, – আমিষ, – ভিটামিন, – খনিজ লবণ, – চর্বি ও – পানি।
97. Question: জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
A) আলট্রা-ভায়োলেট রশ্মি
B) বিটা রশ্মি
C) আলফা রশ্মি
D) গামা রশ্মি
Answer: A) আলট্রা-ভায়োলেট রশ্মি
Explanation: – জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলাে গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা, অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি।
98. Question: জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
A) সাংস্কৃতিক পরিবেশ
B) সামাজিক পরিবেশ
C) বায়বীয় পরিবেশ
D) প্রাকৃতিক পরিবেশ
Answer: C) বায়বীয় পরিবেশ
Explanation: প্রাকৃতিক (ভৌগোলিক) পরিবেশ – প্রকৃতিগত অবস্থাই প্রাকৃতিক পরিবেশের অংশ, যেমন ভুমিবন্ধুরতা, উদ্ভিদ, প্রাণী, মৃত্তিকা, নদ-নদী ইত্যাদি। – জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
99. Question: কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
A) মেরু অঞ্চলে
B) দক্ষিণ গোলার্ধে
C) উত্তর গোলার্ধে
D) নিরক্ষরেখায়
Answer: B) দক্ষিণ গোলার্ধে
Explanation: – নিরক্ষরেখা বলতে পৃথিবীর মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত পৃথিবীপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। – অর্থাৎ এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে দুরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে।
100. Question: ) ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
A) সৌর বছর
B) পলিসার
C) আলোক বর্ষ
D) কসমিক ইয়ার
Answer: A) সৌর বছর
Explanation: সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি-ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে, এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে। অর্থ্যাৎ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।
Leave a Reply