39th BCS Preliminary Questions

HomeBCS Question Bank39th BCS Preliminary Questions

1. Question: কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

A) উপনেতা

B) উপসাগর 

C) উপগ্রহ

D) উপভোগ

Answer: B) উপসাগর

Explanation: – উপসাগর, উপগ্রহ এবং উপনেতা শব্দে ক্ষুদ্র অর্থে “উপ” উপসর্গটি ব্যবহৃত হয়েছে। – অন্যদিকে উপভোগ শব্দে “উপ” উপসর্গটি “বিশেষ” অর্থ প্রকাশ করে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা নংঃ ৭৬

2. Question: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:

A) হিতে বিপরীত 

B) জামাই বারিক

C) বিবাহ-বিভ্রাট

D) বৈকুণ্ঠের খাতা

Answer: C) বিবাহ-বিভ্রাট

Explanation: বৈকুণ্ঠের খাতা’ (১৮৮৭) রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক। – এক আত্মভােলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। – সংলাপের দ্যুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে। নাটকটির কোনাে কোনাে চরিত্রে লেখকের আত্মীয়বন্ধুর চরিত্রের ছায়াপাত ঘটেছে

3. Question: মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:

A) কলিকাতা কমলালয় 

B) আলালের ঘরের দুলাল

C) হুতোম প্যাঁচার নক্সা

D) গাজী মিয়াঁর বস্তানী

Answer: B) আলালের ঘরের দুলাল

Explanation: – ‘গাজী মিয়ার বস্তানী’ (১৯০০) মীর মশাররফ হােসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা। – লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায়, অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষগুলাের নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এ গ্রন্থে। লেখক নিজেকে ‘ভেড়াকান্ত’ নামে উল্লেখ করেছেন। – তাছাড়া আলকাতরা সান্যাল, কটা পেস্কার, জয়ঢাক, ছিড়িয়া খাতুন, অরাজকপুর, নচ্ছারপুর, জমদ্বারগ্রাম ইত্যাদি নামচয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা লক্ষ করা যায়।

4. Question: ‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

A) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 

B) গোলকনাথ শর্মা

C) রামরাম বসু

D) রাজা রামমোহন রায়

Answer: D) রাজা রামমোহন রায়

Explanation: রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ বেদান্তগ্রন্থ ও বেদান্ত সার। রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক । সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান । তার রচিত অন্যান্য গ্রন্থ: – পথ্য প্রদান – গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে) উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

5. Question: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?

A) আমজাদ হোসেন

B) সৈয়দ শামসুল হক 

C) শওকত ওসমান

D) হুমায়ূন আহমেদ

Answer: B) সৈয়দ শামসুল হক

Explanation: ঢাকায় গেরিলা অপারেশন এর দুঃসাহসিক তৎপরতা নিয়ে রচিত হয় ‘হুমায়ুন আহমেদের’ এই উপন্যাসটি।

6. Question: ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?

A) আমজাদ হোসেন

B) আলমগীর

C) সুভাষ দত্ত 

D) জহির রায়হান

Answer: C) সুভাষ দত্ত

Explanation: – ‘জীবন থেকে নেওয়া’ জহির রায়হান পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র যা ১৯৭০ সালের ১০ এপ্রিল মুক্তি পায়৷ – চলচ্চিত্রটি পারিবারিক আবহে নির্মিত হলেও এর অন্তর্নিহিত পটভূমি ছিলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম।

7. Question: ‘খনার বচন’ -এর মূলভাব কি?

A) লৌকিক প্রণয়সঙ্গীত

B) রাষ্ট্র পরিচালনা নীতি 

C) সামাজিক মঙ্গলবোধ

D) শুদ্ধ জীবনযাপন রীতি

Answer: C) সামাজিক মঙ্গলবোধ

Explanation: – খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। – ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন। – শুভাশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তিই সাধারণ অর্থে বচন, যেমন গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি। – বাংলায় ডাক ও খনার উক্তি বচনের প্রকৃষ্ট উদাহরণ।

8. Question: ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?

A) দুর + অবস্থা 

B) দূর + বস্থা

C) দুর + বস্থা

D) দুঃ + অবস্থা

Answer: A) দুর + অবস্থা

Explanation: দুরবস্থা শব্দটি বিসর্গ সন্ধিজাত। এর সঠিক সন্ধিবিচ্ছেদ: দুঃ + অবস্থা = দুরবস্থা।

9. Question: নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

A) করছিলাম

B) করেছি

C) করছি

D) করব 

Answer: B) করেছি

Explanation: যৌগিক কাল – ক্রিয়ার যে কালরূপ একাধিক ধাতুর দ্বারা গঠিত, তাকে যৌগিক কাল বলে। – যৌগিক কালের ক্রিয়া গঠনের জন‍্য মূল ধাতুর সাথে ‘ইয়া’ বা ‘ইতে’ প্রত‍্যয় যোগ করার পর ‘√আছ্’, ‘√থাক্’ প্রভৃতি ধাতুকে সহায়ক হিসেবে ব‍্যবহার করতে হয়।

10. Question:  জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?

A) বিষ্ণু দে

B) সৈয়দ শামসুল হক 

C) রবীন্দ্রনাথ ঠাকুর

D) বুদ্ধদেব বসু

Answer: B) সৈয়দ শামসুল হক

Explanation: জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন – বুদ্ধদেব বসু। তার কাব্যবৈশিষ্টকে ‘চিত্ররূপময়’ বলেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া তাকে ধূসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি নামেও বিশেষায়িত করা হয়।

11. Question:  ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

A) পর্ণকার 

B) বারুই

C) পান-ব্যবসায়ী

D) তামসিক

Answer: D) তামসিক

Explanation: তাম্বুলিক শব্দের অর্থ – পান ব্যবসায়ী; বারুই শব্দের অর্থ – যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে; পর্ণকার অর্থ – পান বিক্রেতা বা পান ব্যবসায়ী। অন্যদিকে, তামসিক শব্দের অর্থ – ঘন অন্ধকারাচ্ছন্ন।

12. Question:  বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

A) পদ্মমণি

B) পদ্মাবতী

C) পদ্মগোখরা

D) পদ্মরাগ 

Answer: A) পদ্মমণি

Explanation: – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘পদ্মরাগ’ একটি উপন্যাস। – তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো। – এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত অন্যান্য গ্রন্থ: – মতিচুর, – অবরোধবাসিনী, – Sultana’s Dream ইত্যাদি।

13. Question:  বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

A) কৃদন্ত শব্দ 

B) নাম -পদ

C) মৌলিক শব্দ

D) প্রাতিপদিক

Answer: B) নাম -পদ

Explanation: – ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। একে ক্রিয়া-প্রকৃতিও বলা হয়৷ – অন্যদিকে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। – একে নামপদ বা নাম-প্রকৃতিও বলা হয়৷ – প্রাতিপদিক হলো তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি এবং ধাতু হলো কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি। উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

14. Question:  ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

A) অনুসর্গ অব্যয় 

B) অনুকার অব্যয়

C) পদান্বয়ী অব্যয়

D) অনন্বয়ী অব্যয়

Answer: B) অনুকার অব্যয়

Explanation: – যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনাে অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। – অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনােভাব প্রকাশে সহায়তা করে। – যেমন: মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি। – ‘তুমি তাে ভারি সুন্দর ছবি আঁক!’ বাক্যে ‘ভারি’ পদের সাথে অন্য কোন পদের সম্পর্ক নেই। তাই এটি অনন্বয়ী অব্যয়।

15. Question:  কোনটি অপাদান কারক?

A) গৃহহীনে গৃহ দাও

B) জিজ্ঞাসিব জনে জনে

C) বনে বাঘ আছে 

D) ট্রেন স্টেশন ছেড়েছে

Answer: C) বনে বাঘ আছে

Explanation: – যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ – গাছ থেকে পাতা পড়ে। – দুধ থেকে দই হয়। – ট্রেন স্টেশন ছেড়েছে। – পাপে বিরত হও। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

16. Question:  ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

A) ভ্রমণ কাহিনী

B) কবিতা 

C) নাটক

D) উপন্যাস

Answer: B) কবিতা

Explanation: কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’ (১৯২৭)। – এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। – এতে ১৮টি পত্র রয়েছে। – কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা’ উপন্যাস রচনা শুরু করেন। – এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। – পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নজরুল এর দুটি নাম ঠিক করেন ‘বাধন-হারা ও ‘তাহমিনা’। – পরে ‘বাধন-হারা’ নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়। – উপন্যাসের নায়ক নুরুল হুদা। – অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে – রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

17. Question:  কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

A) অজানা

B) দোতলা

C) আশীবিষ

D) কানাকানি 

Answer: C) আশীবিষ

Explanation: যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমনঃ – লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি। – কানে কানে যে কথা = কানাকানি। – কোলে কোলে যে মিলন = কোলাকুলি। উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

18. Question:  ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?

A) ভাতি

B) জ্যোতি 

C) অংশ

D) সর্বশুচি

Answer: B) জ্যোতি

Explanation: আগুন শব্দের সমার্থক শব্দ: – অনল, – পাবক, – অগ্নি, – বহ্নি, – হুতাশন – বৈশ্বানর, – সর্বশুচি উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ), বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

19. Question:  প্রতাপ আদিত্য কে ছিলেন?

A) মোগল সেনাপতি 

B) রাজপুত রাজা

C) বাংলার শাসক

D) বাংলার বারো ভুঁঞাদের একজন

Answer: B) রাজপুত রাজা

Explanation: বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলায় যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বাংলার ইতিহাসে ‘বারো ভুঁইয়া’ নামে পরিচিত।

20. Question:  ‘Hand out’ – এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:

A) হস্তপত্র

B) প্রচারপত্র 

C) তথ্যপত্র

D) জ্ঞাপনপত্র

Answer: A) হস্তপত্র

Explanation: Hand-bill = প্রচারপত্র Hand-book = তথ্যপুস্তিকা Hand-out = জ্ঞাপন-পত্র Handicraft= হস্তশিল্প [উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]

21. Question:  স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-

A) কবি শামসুর রহমান

B) যতীন সরকার

C) সৈয়দ আলী আহসান

D) সৈয়দ শামসুল হক  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: A) কবি শামসুর রহমান

Explanation: প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। – কবি শামসুর রহমান সাহিত্যে, – যতীন সরকার শিক্ষায়, – সৈয়দ আলী আহসান সাহিত্যে এবং – সৈয়দ শামসুল হক সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

22. Question:  সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

A) বিশেষ্য ও ক্রিয়া

B) বিশেষণ ও ক্রিয়া

C) বিশেষ্য ও বিশেষণ পদে

D) ক্রিয়া ও সর্বনাম 

Answer: B) বিশেষণ ও ক্রিয়া

Explanation: – সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। – চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। – সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।

23. Question:  A person who believes that laws and governments are not necessary is known as-

A) a militant

B) an extremist 

C) a terrorist

D) an anarchist

Answer: D) an anarchist

Explanation: Anarchy [Uncountable noun] English Meaning: A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power. Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

24. Question:  He went to ______ hospital because he had ___ heart attack.

A) no article, an

B) a, an

C) the, no article

D) no article, a 

Answer: B) a, an

Explanation: School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।

25. Question:  The word ‘florid’ indicates

A) flour

B) foliage

C) floor

D) flower 

Answer: D) flower

Explanation: Florid (Adjective) English Meaning: – having a red or flushed complexion. – excessively intricate or elaborate. Bangla Meaning: – অত্যধিক অলংকৃত; অলংকারবহুল; পুষ্পল; জমকালো; বর্ণাঢ্য: florid carving; a florid style. – (মানুষের মুখমণ্ডল) স্বভাবত লাল; রক্তিমাভ; a complexion. Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

26. Question:  Complete the following sentence : ‘Had I known you were waiting outside, I ___.

A) had invited you to come in

B) would invite you to come in

C) would be inviting you to come in

D) would have invited you to come in 

Answer: D) would have invited you to come in

Explanation: Had I known you = If I had known’ So, Sentence টি Perfect conditional/ 3rd conditional. তাই ২য় clause – এ Sub + would/could/might + have + V3 + extension হবে। অতএব পূর্ণাঙ্গ বাক্য: Had I known you were waiting outside, I would have invited you to come in.

27. Question:  A soporific speech is likely to ___.

A) be incomprehensible

B) appeal primarily to emotions

C) stimulate action 

D) put one to sleep

Answer: D) put one to sleep

Explanation: Soporific (noun), (adjective) English Meaning: Causing sleep or making a person want to sleep. Bangla Meaning: নিদ্রাকর (পদার্থ, পানীয় ইত্যাদি)। Synonyms: Tranquillizer (নিদ্রা উদ্রেককারী ওষুধ), Drowsy (তন্দ্রালু), Sleepy (নিদ্রালু; নিদ্রাতুর). Antonyms: Stimulant (উদ্দীপক), Invigorating (তেজস্কর; তেজস্বী; উৎসাহদায়ক). Other Forms: Example Sentence: ‘It is very often necessary to give medicines like vitamin tablets or soporific tablets.’

28. Question:  Select the world with right spelling-

A) Schizophrania 

B) Seizophrania

C) Scizophrenia

D) Schizophrenia

Answer: D) Schizophrenia

Explanation: সঠিক বানান হলো Schizophrenia. Schizophrenia(noun) English Meaning: A long-term mental disorder of a type involving a breakdown in the relation between thought, emotion, and behaviour, leading to faulty perception, inappropriate actions and feelings, withdrawal from reality and personal relationships into fantasy and delusion, and a sense of mental fragmentation. Bangla Meaning: মানসিক রোগবিশেষ যাতে চিন্তা, অনুভূতি ও কাজের মধ্যে সম্বন্ধের অভাব লক্ষিত হয়; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা। Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

29. Question:  Love for the whole world is called-

A) misanthropy 

B) misogyny

C) benevolence

D) philanthropy

Answer: C) benevolence

Explanation: Philanthropy (Noun) English Meaning: The desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes. Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

30. Question:  When we want to mean a government by the richest class we use the term-

A) Oligarchy

B) Aristocracy 

C) Cryptocracy

D) Plutocracy

Answer: D) Plutocracy

Explanation: Plutocracy (Noun) English Meaning: Government by the wealthy. Bangla Meaning: ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র। Example Sentence: The attack on the Bank of England was a gesture against the very symbol of plutocracy’

31. Question:  Hospitals ____ the sick.

A) operate

B) nurse 

C) admit

D) treat

Answer: D) treat

Explanation: Hospital (Noun) English Meaning: an institution providing medical and surgical treatment and nursing care for sick or injured people. Bangla Meaning: আরোগ্যশালা; আরোগ্যনিকেতন; হাসপাতাল।

32. Question:  The warning of the authority falls on deaf ears. Here ‘warning’ does the function of-

A) adverb

B) adjective

C) verb

D) noun 

Answer: D) noun

Explanation: – The + verb+ing + of = verbal noun. – Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়। – warning এর পূর্বে the ও পরে of বসেছে। অতএব ইহা একটি Verbal Noun.

33. Question:  The word ‘culinary’ is related to-

A) printing

B) musical instruments 

C) dress

D) cooking

Answer: D) cooking

Explanation: Culinary (Adjective) English Meaning: Of or for cooking. Bangla Meaning: রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত। Example Sentence: They are giving leading restaurant reviewers the chance to demonstrate their culinary skills.

34. Question:  Identify the correct passive form of the sentence below : ‘Do you Know them’?

A) Are they known by you?

B) Would they be known by you?

C) Are they known with you?

D) Are they known to you? 

Answer: D) Are they known to you?

Explanation: – Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম: – Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে। – আর known এর পর preposition to ব্যবহৃত হয়।

35. Question:  ‘Panacea’ means-

A) gland 

B) pancreatic

C) widespread disease

D) cure-all

Answer: D) cure-all

Explanation: Panacea (Noun) English Meaning: A solution or remedy for all difficulties or diseases. Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়। Synonym: universal cure, cure-all, cure for all ills, universal remedy, sovereign remedy, heal-all

36. Question:  what is the plural number of ‘ovum’?

A) ovams

B) ovumes

C) onums

D) ova 

Answer: D) ova

Explanation: ‘Ovum’ is a singular number. সাধারণত singular number এর শেষে um থাকলে plural করার সময় um কে a দ্বারা পরিবর্তন করতে হয়। The plural number of ‘ovum’ is ‘ova’ অর্থ ডিম্বানু।

37. Question:  কোন শব্দযুগলটি ভিন্ন?

A) False , True

B) Sharp , Blunt

C) Abundance , Scarcity 

D) Love, Affection

Answer: C) Abundance , Scarcity

Explanation: Abundance – প্রাচুর্য , Scarcity- ঘাটতি False – মিথ্যা, True- সত্য Sharp – তীক্ষ্ণ, Blunt- ভোতা Love – ভালোবাসা, Affection – প্রেম। Love ও Affection হলো সমার্থক শব্দযুগল। অন্যদিকে, বাকি তিনটি অপশন ভিন্নাথক শব্দযুগল।

38. Question:  ‘A christmas carol’ is a ____ by charles Dickens .

A) ballad

B) sketch story

C) historical novel

D) short novel 

Answer: D) short novel

Explanation: – ”A Christmas Carol” is written by Charles Dickens. – Charles Dickens (1812-1870) is generally considered the greatest novelist of the Victorian era. Charles Dickens’s other famous novels: – A Tale of Two Cities – David Copperfield – Bleak House – Great Expectations

39. Question:  ‘There was a small reception following the wedding: The word ‘following’ in the sentence above is a/an _____.

A) noun 

B) adjective

C) adverb

D) preposition

Answer: D) preposition

Explanation: Participle preposition is a verb ending with ‘-ing’, ‘-en’ or ‘-ed’, which also acts as a preposition.

40. Question:  which of the following words has been formed with a prefix?

A) aspersions 

B) authentic

C) amnesia

D) amoral

Answer: A) aspersions

Explanation: Aspersions- কটাক্ষপাত, বা সমালোচনা। Authentic – খাঁটি। Amnesia – আংশিক বা সম্পূর্ণ স্মৃতিবিলোপ। Amoral (a+moral) – অনৈতিক। শব্দটি গঠিত হয়েছে a (=without) prefix যুক্ত হয়ে।

41. Question:  লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

A) Lieaftenant

B) Leaftenant

C) Leiftenant

D) Lieutenant 

Answer: D) Lieutenant

Explanation: – Lieutenant is a Noun word. – The meaning of this word is: A rank of officer in the navy, above sub-lieutenant and below lieutenant commander. – Origin of the word is : Late Middle English from Old French – Lieutenant শব্দটির বাংলা অর্থ ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্‌ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার।

42. Question:  ‘To be, or not to be, that is the question’ is a famous soliloquy from-

A) Macbeth

B) King lear

C) Othello

D) Hamlet 

Answer: D) Hamlet

Explanation: – Hamlet is a famous tragedy of William Shakespeare.

43. Question:  ‘Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of-

A) newly-weds

B) old women

C) newborn babies

D) old people 

Answer: D) old people

Explanation: Geriatrics (Noun) English Meaning: The branch of medicine or social science dealing with the health and care of old people. Bangla Meaning: বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা। Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.

44. Question:  নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand :: Leaf :

A) Flower

B) Branch 

C) Tree

D) Twig

Answer: B) Branch

Explanation: Finger অর্থ আঙ্গুল Hand অর্থ হাত Leaf অর্থ পাতা Twig অর্থ ডাল আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে। Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.

45. Question:  125 (√5)2x = 1 হলে x এর মান কত?

A) 3

B) 9 

C) 7

D) -3

Answer: A) 3

Explanation: 125(√5)2x = 1 (√5)2x = 1/125 (√5)2x = 1/(√5)6 (√5)2x = (√5)-6 2x = − 6 x = – 3

46. Question:  nC12 = nC6 হলে n এর মান কত?

A) 12

B) 14

C) 16

D) 18 

Answer: B) 14

Explanation: nC12 = nC6 nCn-12 = nC6 n-12 = 6 n = 18

47. Question:  যদি ৯×৭ = ৩৫৪৫ এবং ৪×৩ = ১৫২০ হয় তবে, ৬×৮ = ?

A) ৩০৪০

B) ৫০৪০

C) ৬০৫০ 

D) ৪০৩০

Answer: B) ৫০৪০

Explanation: প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্নঃ 9 × 7 = 7 × 9 → (7×5)(9×5) = 3545 4 × 3 = 3 × 4 → (3×5)(4×5) = 1520 একইভাবে, 6 × 8 = 8 × 6 → (8×5)(6×5) = 4030

48. Question:  বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?

A) 11 টাকা

B) 11.5 টাকা

C) 12 টাকা

D) 10 টাকা 

Answer: B) 11.5 টাকা

Explanation: চক্রবৃদ্ধি মুনাফা – সরল মুনাফা = (C – P) – I = {P(1+r)n- P} – Pnr = {1000(1+10%)2- P} – 1000 × 2 × 10% = {1000 × 1.21 – P} – 200 = {1210 – 1000} – 200 = 210 – 200 = 10

49. Question:  দুইটি সংখ্যার অনুপাত 7: 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?

A) 9 

B) 12

C) 6

D) 4

Answer: B) 12

Explanation: একটি সংখ্যা ৫x এবং অপরটি ৭x হলে, তাদের ল.সা.গু = ৩৫x এবং গ.সা.গু = x প্রশ্নমতে, ৩৫x = ১৪০, সুতরাং, x = ৪ অর্থ্যাৎ, গ.সা.গু = ৪।

50. Question:  2x²+5x+3 < 0 এর সমাধান কোনটি?

A) -(3/2) < x ≤ 1 

B) -(3/2) < x < 1

C) -(3/2) ≤ x ≤ 1

D) -(3/2) < x < -1

Answer: B) -(3/2) < x < 1

Explanation: 2×2+5x+3<0 বা, 2×2+3x+2x+3<0 বা, x(2x+3)+1(2x+3) < 0 বা, (2x+3)(x+1) < 0 উপরের গাণিতিক বাক্যটি সত্য হবে যদি যেকোন একটি উৎপাদক ঋণাত্বক বা শূন্য থেকে ছোট হয়। (2x+3) > 0 এবং (x+1) < 0 x > -3/2 এবং x < -1 অর্থাৎ -3/2 < x < -1

51. Question:  একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট , তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?

A) ৩০ ফুট

B) ৪০ ফুট

C) ২০ ফুট 

D) ১০ ফুট

Answer: B) ৪০ ফুট

Explanation: BCS_10.PNG

52. Question:  C = {x:x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2< 18}; C সেটের উপাদানগুলো হবে-

A) 1,2,3,5

B) 1,3,5,7

C) 2,4,6,8

D) 1,2,3,4  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: B) 1,3,5,7

Explanation: ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট = {-1, -2, -3, -4, -5, ……. } x2<18 শর্তাধীনে, C সেটের উপাদান = {-1, -2, -3, -4} তাই, প্রশ্নে প্রদত্ত অপশন গুলোতে সঠিক উত্তর নেই।

53. Question:  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সেমি এবং প্রস্থ ১০ সেমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সেমি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

A) ৭.১ সেমি 

B) ৭.৩ সেমি

C) ৭ সেমি

D) ৭.২ সেমি

Answer: B) ৭.৩ সেমি

Explanation: প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল = ১৮ X ১০ = ১৮০ নতুন ক্ষেত্রফলও ১৮০ হতে হবে । সুতরাং নতুন প্রস্থ = ১৮০/২৫ = ৭.২।

54. Question:  যদি 2×3 = 812 , 4×5 =1620 হয় তবে 6 ×7=?

A) 1214 

B) 2442

C) 42

D) 2428

Answer: B) 2442

Explanation: 2×4=8,3×4=12; 812 4×4=16,5×4=20; 1620 6×4=24,7×4=28; 2428

55. Question:  |1-2x| < 1 এর সমাধান-

A) -2 < x < 1

B) -1 < x < 0

C) -1 < x < 1 

D) 0 < x < 1

Answer: C) -1 < x < 1

Explanation: |1-2x| < 1 কে পরমমান ছাড়া লিখলে- আমরা পাই, −(1−2x) < 1 < (1−2x) প্রথম অংশ নিয়ে পাই, −(1−2x) < 1 ⇒ −1+2x < 1 ⇒ −1+1+2x < 1+1 ⇒ 2x < 2 ⇒ x < 1 দ্বিতীয় অংশ নিয়ে পাই, 1 < (1−2x) ⇒ 1−1 < 1−1−2x ⇒ 0 < −2x ⇒ 2x > 0 ⇒ x > 0 দুটো সমাধানকে একত্রে করলে পাই 0 < x < 1

56. Question:  ০.৪×০.০২×০.০৮=?

A) ০.০৬৪০০ 

B) ৬.৪০০০০

C) ০.৬৪০০০

D) ০.০০০৬৪

Answer: A) ০.০৬৪০০

Explanation: ৪, ২ ও ৮ গুণ করলে হয় ৬৪ আর ১+২+২ = ৫ ঘর আগে দশমিক বসালে ০.০০০৬৪ হয়।

57. Question:  নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

A) ৩/৫

B) ৮/১৪ 

C) ৬/১১

D) ৫/৮

Answer: B) ৮/১৪

Explanation: প্রথম দুটি নিয়ে বজ্র বা ক্রস গুণ করলে পাই 3/5 × 5/8; 24 < 25, অর্থাৎ দ্বিতীয়টি বড়। দ্বিতীয় ও তৃতীয়টি নিয়ে 5/8 × 6/11; 55 > 48, অর্থাৎ দ্বিতীয়টি বড়। এবার দ্বিতীয়টি ও চতুর্থটি নিলে 5/8 × 8/14; 70 > 64, এ ক্ষেত্রেও দ্বিতীয়টি বড়।

58. Question:  1/√2, 1, √2 …ধারাটির কোন পদ 8√2 হবে?

A) ১২ তম পদ 

B) ১০ তম পদ

C) ১১ তম পদ

D) ৯তম পদ

Answer: B) ১০ তম পদ

Explanation: এখানে প্রথমপদ, a = 1/√2 সাধারণ অনুপাত, r = √2 ধরি r তম পদ হবে = 8√2 প্রশ্নমতে, arn−1 = 8√2 বা, 1/√2 × (√2)n−1 = 8√2 বা, (√2)n−1 = 8√2 × √2 বা, (√2)n−1 = (√2)6 × √2 × √2 বা, (√2)n−1 = (√2)8 বা, n−1 = 8 ∴ n = 9

59. Question:  একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য _

A) ১৯৮ টাকা 

B) ২১০ টাকা

C) ১৬২ টাকা

D) ২০০ টাকা

Answer: B) ২১০ টাকা

Explanation: 10% ক্ষতিতে বিক্রয়মূল্য 100-10 = 90 টাকা 90 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100 টাকা 1 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100/90 টাকা 180 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল (100 X 180)/90 টাকা = 200 টাকা

60. Question:  ঘড়িতে ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

A) ৯০°

B) ৯৫°

C) ১০৫°

D) ১১০°  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: D) ১১০°

Explanation: মধ্যবর্তী কোণ = ৩৬০° – {(৬০ × H – ১১ × M)/২}° = ৩৬০° – {(৬০ × ৮ – ১১ × ০)/২}° = ৩৬০°-২৪০° = ১২০°

61. Question:  নিচের কোনটি মৌলিক সংখ্যা?

A) ১৪৩ 

B) ৮৭

C) ৯১

D) ৪৭

Answer: B) ৮৭

Explanation: ৯১, ৭ দ্বারা বিভাজ্য; ১৪৩, ১১ দ্বারা বিভাজ্য; ৮৭, ৩ দ্বারা বিভাজ্য। একমাত্র ৪৭ কে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই ৪৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা।

62. Question:  সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?

A) ওজোন 

B) হাইড্রোজেন

C) অক্সিজেন

D) নাইট্রোজেন

Answer: C) অক্সিজেন

Explanation: – সাধারণভাবে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ০.৮০%, জলীয়বাষ্প ০.৪১% এবং অন্য গ্যাসসমূহের পরিমাণ ০.০২%। – সুতরাং বলা যায়, সমুদ্রতীরের বাতাসে সামান্য হেরফের থাকলেও সেখানে নাইট্রোজেনেরই প্রাচুর্য থাকে। তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

63. Question:  মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

A) ১২ ই এপ্রিল , ১৯৭১

B) ১৭ ই এপ্রিল, ১৯৭১ 

C) ১৪ ই এপ্রিল , ১৯৭১

D) ১০ ই এপ্রিল, ১৯৭১

Answer: B) ১৭ ই এপ্রিল, ১৯৭১

Explanation: মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। – ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। – ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।

64. Question:  [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?

A) যুক্তরাষ্ট্র

B) ফ্রান্স

C) জার্মানি

D) ইতালি  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: D) ইতালি

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। উত্তরটি জেনে রাখতে পারেন। সঠিক উত্তর – যুক্তরাষ্ট্র।

65. Question:  ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?

A) আমজাদ হোসেন

B) আলমগীর

C) সুভাষ দত্ত 

D) জহির রায়হান

Answer: C) সুভাষ দত্ত

Explanation: – ‘জীবন থেকে নেওয়া’ জহির রায়হান পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র যা ১৯৭০ সালের ১০ এপ্রিল মুক্তি পায়৷ – চলচ্চিত্রটি পারিবারিক আবহে নির্মিত হলেও এর অন্তর্নিহিত পটভূমি ছিলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম।

66. Question:  জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?

A) উদারতাবাদ 

B) মার্ফ্রবাদ (মার্ক্সবাদ)

C) গঠনবাদ

D) বাস্তুববাদ

Answer: B) মার্ফ্রবাদ (মার্ক্সবাদ)

Explanation: – জিরো-সাম গেম হল গেম থিওরি ও অর্থনৈতিক তত্ত্বের এক ধরণের গাণিতিক উপস্থাপনা। – এখানে একজনের লোকসান অন্য জনের লাভের সমান হয়। অর্থাৎ নেট ফলাফল শূন্য। – বাস্তববাদ (Realism) আন্তর্জাতিক সম্পর্ককে জিরো-সাম গেম হিসাবে বর্ণনা করে যেখানে এক পক্ষ জিতবে এবং অন্যপক্ষ অবশ্যই হারবে। “Realism theory describes international relations as a zero-sum game that is if eitherside wins, the other must lose.” উৎস: ব্রিটানিকা

67. Question:  ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

A) ইস্টানা আইল্যান্ড

B) সেনার আয়ল্যান্ড

C) ম্যারিনা বে

D) সেন্তোসা 

Answer: B) সেনার আয়ল্যান্ড

Explanation: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং আন-এর মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকটি সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়।

68. Question:  কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?

A) ব্রুনাই 

B) চীন

C) সিঙ্গাপুর

D) মিয়ানমার

Answer: A) ব্রুনাই

Explanation: – ২০০৮ সালের সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। – এতে মোট ৬৬৪টি (২২৪টি উচ্চকক্ষে ও ৪৪০টি নিম্ন কক্ষে) সংসদীয় আসন রয়েছে। – সংসদীয় আসনের ২৫% সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। তথ্যসূত্র;- ডয়েচে ভেলে।

69. Question:  ‘খনার বচন’ -এর মূলভাব কি?

A) লৌকিক প্রণয়সঙ্গীত

B) রাষ্ট্র পরিচালনা নীতি 

C) সামাজিক মঙ্গলবোধ

D) শুদ্ধ জীবনযাপন রীতি

Answer: C) সামাজিক মঙ্গলবোধ

Explanation: খনার বচন: খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন।

70. Question:  [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] বাংলাদেশের ২০১৮-‌১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?

A) ১,৭২,০০০ কোটি টাকা

B) ১,৭৩,০০০ কোটি টাকা

C) ১,৭০,০০০ কোটি টাকা

D) ১,৭১, ০০০ কোটি টাকা  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: D) ১,৭১, ০০০ কোটি টাকা

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। – চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ ২,২৫,৩২৪ কোটি টাকা যা মোট বাজেটের ৩৫.৫ শতাংশ। – জিডিপির প্রায় ৬.৫ শতাংশ। (তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)

71. Question:  বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস’ কোন বিষয়ের সঙ্গে জড়িত?

A) আন্তর্জাতিক অভিবাসন নীতি

B) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন 

C) অস্ত্র নিয়ন্ত্রণ

D) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

Answer: A) আন্তর্জাতিক অভিবাসন নীতি

Explanation: ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus) The Washington Consensus – বা ওয়াশিংটন ঐক্য হচ্ছে, বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন – বিশ্বব্যাংক, আই.এম.এফ, U.S. Treasury প্রভৃতি কর্তৃক অনুমোদিত কতিপয় (দশটি) মুক্তবাজার (free-marke) অর্থনৈতিক পলিসি যা বিশ্বের উন্নয়নশীল দেশ এবং ল্যাটিন আমেরিকার দেশ সমূহের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রণীত।

72. Question:  মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?

A) ৯ নং সেক্টর 

B) ১১ নং সেক্টর

C) ৮ নং সেক্টর

D) ১০ নং সেক্টর

Answer: B) ১১ নং সেক্টর

Explanation: – ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। – এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো। – ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না। – যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন। তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।

73. Question:  পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

A) জুন ২২, ১৭৫৭

B) জুন ২৪, ১৭৫৭

C) জুন ২৫, ১৭৫৭ 

D) জুন ২৩, ১৭৫৭

Answer: B) জুন ২৪, ১৭৫৭

Explanation: – ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার নবাব সিরাজুদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। – ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে সংঘটিত এই যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হন এবং এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য স্তিমিত হয়। – বাংলায় প্রায় দুইশ বছরের ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি।

74. Question:  যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?

A) চীন 

B) ভারত

C) কানাডা

D) ইইউ

Answer: A) চীন

Explanation: ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের শীর্ষ তিনটি দেশ হচ্ছে যথাক্রমে কানাডা, মেক্সিকো ও চীন। আর আমদানি বাণিজ্যের শীর্ষ তিনটি দেশ হচ্ছে যথাক্রমে চীন, মেক্সিকো এবং কানাডা।

75. Question:  আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

A) প্রাচীন গ্রীস সময়কাল

B) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল

C) প্রাচীন রোম শাসনকাল 

D) ১৬০০-১৮০০ সাল

Answer: D) ১৬০০-১৮০০ সাল

Explanation: আধুনিক রাষ্ট্রচিন্তার পুরোধা নিকোলো ম্যাকিয়াভেলী (১৪৬৯-১৫২৭) ইতালীর ফ্লোরেন্স নগরীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। – জীবনের বিভিন্নঘাত প্রতিঘাতের এক পর্যায়ে তিনি তাঁর যুগান্তকারী পুস্তক ‘দি প্রিন্স’ (১৫৩২) রচনা করেন। – ‘দি প্রিন্স’ পুস্তকে ম্যাকিয়াভেলীর রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলো বিবৃত হয়েছে। – রাজনৈতিক বিষয়ে তাঁর আরও পুস্তক রয়েছে, এর মধ্যে ‘ডিসকোর্স’, ‘দি আর্টঅব ওয়ার’ অন্যতম।

76. Question:  সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?

A) বাগদাদ 

B) ভিয়েনা

C) জেদ্দা

D) জেনেভা

Answer: B) ভিয়েনা

Explanation: – ১৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়। – পরবর্তীতে ১৯৬৫ সালে এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে স্থানান্তরিত হয়। তথ্যসূত্র:- OPEC এর ওয়েবসাইট।

77. Question:  জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?

A) হিলারি ক্লীন্টন

B) থেরেসা মে

C) এঞ্জেলা মার্কেল

D) শেখ হাসিনা 

Answer: D) শেখ হাসিনা

Explanation: – United Nation Environment Programme (UNEP) – থেকে Champion of the Earth পুরস্কার প্রদান করা হয়। – উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে এই পুরস্কার লাভ করেছেন। Source: UNEP website

78. Question:  [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ ?

A) ১৪.৭৯ শতাংশ

B) ১৬ শতাংশ

C) ১২ শতাংশ

D) ১৮ শতাংশ  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: A) ১৪.৭৯ শতাংশ

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী, – জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ। – কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ। – জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৪.৯৯ শতাংশ। – শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ। – জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৫৩ শতাংশ। – সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

79. Question:  ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?

A) ইউএম এন ও

B) বারিসান ন্যাশনাল

C) পাটি পেরিকাতান

D) পাকাতান-হারাপান 

Answer: A) ইউএম এন ও (UNMO)

Explanation: – মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (Mahathir bin Mohamad) ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। – তার রাজনৈতিক জোট পাকাতান হারাপান। – তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। – পরবর্তীতে দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। – ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। – সুতরাং তিনি ২ দফায় মোট ২৪ বছর মালয়শিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। উৎস: ব্রিটানিকা.কম সূত্রঃ প্রথম আলো।

80. Question:  বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

A) ১৯০৯ সালে 

B) ১৯১২ সালে

C) ১৯০৮ সালে

D) ১৯১১ সালে

Answer: B) ১৯১২ সালে

Explanation: – ১৯০৫ সালের ১৬ অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন যা ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত। – কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। – ১৯১১ সালের ডিসেম্বরে লর্ড হার্ডিঞ্জের সময়ে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। – এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

81. Question:  মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

A) হোয়াংহো নদীর তীরে

B) ইয়াংসিকিয়াং নদীর তীরে

C) নীলনদের তীরে

D) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে 

Answer: D) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

Explanation: – বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। – মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। – সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়

82. Question:  বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

A) স্পীকার 

B) জাতীয় সংসদ

C) প্রধানমন্ত্রী

D) রাষ্ট্রপতি

Answer: D) রাষ্ট্রপতি (বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন)

Explanation: – সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। – প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন। – বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়। সূত্র: বাংলাদেশ সংবিধান।

83. Question:  ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

A) বক্র

B) জটিল 

C) কুটিল

D) গরল

Answer: D) গরল

Explanation: – ‘সরল’ শব্দের বিপরীত শব্দ কুটিল, জটিল, বক্র। – ‘গরল’ এর বিপরীত শব্দ ‘অমৃত’। সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

84. Question:  বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?

A) লিসবন

B) ভিয়েনা 

C) প্যারিস

D) কনস্টান্টিনোপল

Answer: B) ভিয়েনা (Vienna)

Explanation: – রোম নগরীকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে রোমান সাম্রাজ্যের সূচনা হয়। – ৩৩০ খ্রিস্টাব্দে কৃষ্ণসাগরের তীরে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী হিসেবে সম্রাট কনস্টানটাইনের নামানুসারে কনস্টান্টিনোপল নগরের পত্তন করা হয়।

85. Question:  ফোকেটিং(Folketing) কোন দেশের আইন সভা?

A) ফিনল্যান্ড 

B) বেলজিয়াম

C) নরওয়ে

D) ডেনমার্ক

Answer: D) ডেনমার্ক

Explanation: – ডেনমার্কের আইনসভার নাম ফোকেটিং। – অন্যদিকে, নরওয়ের আইনসভার নাম স্টারটিং। – ফিনল্যান্ডের আইনসভা : এডুসকু্টা। তথ্যসূত্র:- সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা।

86. Question:  Cozy Bear একটি কি?

A) চুক্তি

B) নদী 

C) বিনোদনকেন্দ্র

D) হ্যাকার গ্রুপ

Answer: D) হ্যাকার গ্রুপ (Hacker group)

Explanation: – APT 29, also known as Cozy Bear – hacker group (may be connected with the Russian security service FSB). – The group has been linked to the attack on the Democratic National Committee (DNC) during the US election campaign. Source: BBC News.

87. Question:  [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

A) মন্টিনিগ্রো

B) লিথুনিয়া

C) আলবেনিয়া

D) ক্রোয়েশিয়া  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: D) ক্রোয়েশিয়া

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। – NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। – ন্যটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি। – হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়াসহ ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। – উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য। – ইউক্রেন ন্যাটোভুক্ত নয়। – তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ। – ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। – বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

88. Question:  প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

A) সচিব 

B) রাষ্ট্রপতি

C) মন্ত্রী

D) প্রধানমন্ত্রী

Answer: B) রাষ্ট্রপতি

Explanation: – বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এই পদ্ধতিতে রাষ্ট্রপতির নামে দেশের শাসন পরিচালিত হলেও প্রকৃত ক্ষমতার অধিকারি প্রধানমন্ত্রী। – তিনি বাংলাদেশের সরকার প্রধান এবং প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা তার নেতৃত্বে প্রযুক্ত হয়। – মন্ত্রিসভা তার ইচ্ছাধীন থাকে। তার নেতৃত্বেই সংসদে আইন প্রণীত হয়। জরুরি অবস্থার সময় তিনি মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছাড়াই যেকোন নির্দেশনা দিতে পারেন।

89. Question:  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান?

A) Planet 50-50

B) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী 

C) জাতিসংঘ শান্তি পুরস্কার

D) এমডিজি অ্যাওয়ার্ড ২০১০

Answer: B) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী

Explanation: – সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা( এমডিজি) এর অন্যতম গুগোল শিশুমৃত্যু হার কমানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ২০১০ সালে MDG award 2010 লাভ করেন। – জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ – এবং ২০১৬ সালে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য planet 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড লাভ করেন।

90. Question:  ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

A) মালয়েশিয়া

B) থাইল্যান্ড 

C) ভারত

D) মিয়ানমার

Answer: A) মালয়েশিয়া

Explanation: – মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)। – ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। এতে জয়লাভ করে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)। – দেশটিতে দ্বিতীয়বারের মতাে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর, ২০২০। এ নির্বাচনেও জয়লাভ করে NLD। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ’ আইনপ্রণেতাকে আটক করে।

91. Question:  মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

A) পূর্ব এশিয়া

B) পূর্ব আফ্রিকা 

C) মধ্যপ্রাচ্য

D) মধ্য আমেরিকা

Answer: A) পূর্ব এশিয়া

Explanation: – মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। – মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল।

92. Question:  [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?

A) বাহরাইন

B) সংযুক্ত আরব আমিরাত

C) মিশর

D) কুয়েত  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: D) কুয়েত

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না।

93. Question:  কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন?

A) গার্ডিয়ান 

B) দি ইকনমিস্ট

C) টাইম

D) নিউজ উইরুল (উইকস)

Answer: B) দি ইকনমিস্ট

Explanation: – মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক ১৯৭১ সালের ৫ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর কভার স্টোরি প্রকাশ করে। – এই স্টোরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি বা পয়েট অব পলিটিক্স’ হিসেবে অভিহিত করা হয়।

94. Question:  ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

A) ৫০

B) ৪৯ 

C) ৪৮

D) ৫১

Answer: B) ৪৯

Explanation: – ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। – ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।

95. Question:  বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

A) ৬টি 

B) ৮টি

C) ৫টি

D) ৭টি

Answer: B) ৮টি

Explanation: বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে। – প্রথম তফসিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। – দ্বিতীয় তফসিলঃ রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত। – তৃতীয় তফসিলঃ শপথ ও ঘোষণা। – চতুর্থ তফসিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। – পঞ্চম তফসিলঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ। – ষষ্ঠ তফসিলঃ স্বাধীনতার ঘোষণা। – সপ্তম তফসিলঃ স্বাধীনতার ঘোষণাপত্র।

96. Question:  [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?

A) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি

B) প্লাস্টিক দূষণকে পরাজিত করি

C) সবুজ বিশ্ব গড়ে তুলি

D) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: The correct answer is: D) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি।’ ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে – ইকোসিস্টেমের পুনরুদ্ধার

97. Question:  বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

A) ৩৫ বছর

B) ৩০ বছর 

C) ২০ বছর

D) ২৫ বছর

Answer: B) ৩০ বছর

Explanation: – সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাবলী প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রেও প্রযোজ্য। – সে অনুসারে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ২৫ বছর। – অন্যদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর।

98. Question:  কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

A) ১৯৩২ 

B) ১৯৩৪

C) ১৯৩১

D) ১৯৩৩

Answer: D) ১৯৩৩

Explanation: – অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। – ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন। – তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি। – হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত। – হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.

99. Question:  নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

A) অনুচ্ছেদ ২৩

B) অনুচ্ছেদ ২৪

C) অনু্চ্ছেদ ২১

D) অনুচ্ছেদ ২২ 

Answer: A) অনুচ্ছেদ ২৩

Explanation: – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। – ২১, ২৩ ও ২৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে যথাক্রমে নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতির কথা।

100. Question: ) [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।] বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?

A) ৭.৮০ শতাংশ

B) ৮.০০ শতাংশ

C) ৭.২৮ শতাংশ

D) ৭.৬৫ শতাংশ  প্রশ্নটি বাতিল করা হয়েছে

Answer: A) ৭.৮০ শতাংশ

Explanation: প্রশ্নটি তৎকালীন ‘সাম্প্রতিক প্রশ্ন’। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না।

মন্তব্য করুন

bn_BDBN