চাকুরী প্রত্যাশীদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ। এজন্য মেধা অ্যাপ এ রয়েছে ইউনিক কিছু ফিচারস। অন্য সকল অ্যাপ থেকে আমাদের অ্যাপটি আলাদা ৩ টি কারণে।
পার্সোনাল ট্রেইনার।
মেধা আপনার পার্সোনাল বিসিএস ট্রেইনার। আপনার নিজস্ব পড়ার স্টাইলের সাথে মিলিয়ে পার্সোনালাইসড টপিক এক্সাম ও কোর্সে এনরোল করুন।পরীক্ষা দিন আপনার সময় মতন।
ভুলগুলোর উপর পরীক্ষা।
আনলিমিটেড পরীক্ষা দিয়ে আপনার ভুলকৃত প্রশ্নগুলো পেয়ে যাবেন সব একজাগায়। ভুলকৃত প্রশ্নের উপর দিতে পারবেন পরীক্ষা। যে টপিকে ভুল বেশী হবে আমাদের অ্যাপ সেই টপিকে আপনাকে রিকমেন্ড করবে স্পেশাল পরীক্ষা।
মেধা কারেন্ট অ্যাফেয়ার্স
মেধা অ্যাপ এ পেয়ে যাবেন প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি সপ্তাহে ঘটে যাওয়া দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নসমুহ ব্যাখ্যাসহ পড়ুন এবং সাথে সাথেই প্র্যাকটিস পরীক্ষা দিন ইচ্ছামতন।
মেধায় হবে পরিপূর্ণ বিসিএস প্রস্তুতি।
বিসিএস অথবা অন্য সরকারি চাকুরীর জন্য ২০ লাখ প্রশ্ন পড়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। এজন্য আমাদের অ্যাপ এ আমরা অপ্রসাঙ্গিক কোন প্রশ্ন রাখি না। গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভালো ভাবে রপ্ত করার জন্য মেধায় যেসকল কার্যকরী ফিচার রয়েছেঃ
৫ লাখ প্রশ্ন ভাণ্ডার
আমাদের অ্যাপ এ রয়েছে ৫ লাখ প্রশ্ন। প্রতিনিয়ত আমরা নতুন প্রশ্ন যোগ করি এবং পুরাতন প্রশ্ন ফেলে দেই।
মেধা কারেন্ট অ্যাফেয়ার্স
ব্যাখ্যাসহ প্রতি সপ্তাহে পেয়ে যাবেন ১৫০ গুরুত্বপূর্ণ সম্প্রতিক প্রশ্ন, যেগুলোর ব্যাখ্যাতে রয়েছে প্রয়োজনীয় ইনফরমেশন।
মেধা ”Deep Dive”
আমাদের ৫ লাখ প্রশ্ন ভাগ করে হয়েছে ১৫০০+ টপিকে। টপিক ধরে নিজের দুর্বলতা কাটিয়ে তুলুন পার্সোনালাইসড এক্সাম দিয়ে।
ডেইলি লাইভ এক্সাম
প্রতিদিন ব্যাখ্যাসহ ৩ টি পরীক্ষা। ৫০ মার্কের ডেইলি লাইভ এক্সাম, ৩০ মার্কের ব্যাসিক টপিক এক্সাম, আপকামিং পরীক্ষার প্রস্তুতি এক্সাম।
পার্সোনালাইসড কোর্স
কোন কোর্স এক্সাম আর মিস হবে না। যেদিন এনরোল করবেন সেদিন থেকেই শুরু হয়ে যাবে কোর্স শুধু আপনার জন্য।
পরিপূর্ণ এনালাইসিস
পরীক্ষা শেষে পেয়ে যাবেন পরিপূর্ণ এনালাইসিস। দেখতে পারবেন আপনার অবস্থান লিডারবোর্ডে। যাচাই করে নিতে পারবেন কোন টপিকে আপনার দুর্বলতা।
মেধা অ্যাপ ট্রেইলার
সম্মানিত মেন্টরগণ
মেধা অ্যাপ কে সরকারি পরীক্ষা রিলেভ্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন-সমৃদ্ধ করতে আমাদের কন্টেন্ট টিম দিন রাত কাজ করে যাচ্ছে। কন্টেন্ট টিমের সার্বিক মডারেশন এবং মেধাবীদের গাইডলাইন দিচ্ছেন আমাদের মেন্টরগণ।
সাজিদ বিন কামাল
৪৩তম বিসিএস পুলিশ সুপারিশকৃত (মেধাক্রমঃ ১০)
নাফিস সাদিক
৪৩তম বিসিএস প্রশাসন সুপারিশকৃত (মেধাক্রমঃ ৪৩ )
মেধা ডিজাইন ফিলোসফি
মেধার ডিজাইন ফিলোসফি ক্লিন এবং সিম্পল। চাকুরী প্রত্যাশীদের সুবিধার জন্য তাদের ফিডব্যাক নিয়ে তৈরি করা আমাদের অ্যাপ এর ইন্টারফেইস।
১০০k+
একটিভ ইউজার
৩০K+
প্র্যাকটিস এক্সাম
৯২%
বিগত বিসিএস এ কমন
৪.৫
প্লে ষ্টোর রেটিং
ইউজার ফিডব্যাক
যাদের জন্য আমাদের এই প্রচেষ্টা তাদের কাছ থেকেই শুনুন মেধা সম্পর্কে।
I am incredibly grateful to the developers of this wonderful app. May Allah make your dream come true
Tanzila Sultana
I like it. Mcqs are standard
Rabeya Raina
This app is very helpful. This app provides the total guideline, all the topics are arranged nicely. A beginner can easily get the topics. I am grateful.
Manti Shaha
One of the best application for examination. Developer work hard for this masterpiece. keep doing well guys
Tahsin
Best application so far for job preparation ❣️
Sourav Ahmed Shuvo
excellent app for job exam and preparation
Md Somon Miah
It is really a wonderful app through which many students have to take their preparation
Salim Reza
Updated and the most resourceful application.
Taslima Akter
প্যাকেজসমুহ
আমাদের ইউজারের প্রয়োজনের কথা চিন্তা করে মেধা অ্যাপ এ আমরা নিয়ে এসেছি ৩ টি প্রিমিয়াম প্যাকেজ।প্যাকেজগুলোতে অটো রিনুয়্যাল প্রযোজ্য।
আমাদের অ্যাপ এর প্রত্যেকটি কোর্স ইউজার পার্সোনালাইজ্ড। চাকুরী প্রত্যাশীরা প্রায় ই কমপ্লেইন করে কোর্স এক্সাম মিস হয়ে গিয়েছে বলে, অথবা যেদিন থেকে কোর্স শুরু হয়েছে সেদিন প্যাকেজ ছিলো না বলে। মেধা অ্যাপ এ আপনি যেদিন এনরোল করবেন কোর্স এ সেদিন থেকেই প্রথম পরীক্ষাটি শুরু হবে। ইউজার স্পেসিপিক এই কোর্সগুলোয় যেই ইউজার যেদিন এনরোল করবে, সেদিন থেকেই সে প্রথম পরীক্ষা শুরু করবে। একটি নির্দিশট সময় পর কোর্সের সব পরীক্ষা তার জন্য উম্মুক্ত হয়ে যাবে।
মেধা অ্যাপ এ পেয়ে যাবেন ১৫০০+ টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। টপিক ধরে ধরে চর্চার গভীর স্তরে প্রবেশ করার জন্য এবং নিজের প্রস্তুতি আরও মজবুত করতে চাকুরী প্রত্যাশীদের জন্য অনেক কার্যকরি ফিচার মেধা Deep Dive। এখানে আপনি বিষয়ভিত্তিক আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন এবং আপনার ভুলগুলোর ভিত্তিতে নিজের দুর্বল টপিক বুঝে নিয়ে স্পেশাল এক্সাম দিতে পারবেন।
মেধা অ্যাফেয়ার্স আমাদের অ্যাপ এর একটি ফ্ল্যাগশিপ ফিচার। দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলির মধ্যে বিসিএস ও অন্যান্য সরকারি চাকুরী তে আসার মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে মেধা অ্যাফেয়ার্স এ যুক্ত করা হয়। এসকল প্রশ্ন ইউজার পড়তে পারে এবং প্রয়োজনমত নিজের সময় অনুযায়ী পরীক্ষা দিতে পারবে।প্রতি সপ্তাহে মেধা অ্যাফেয়ার্স এ প্রশ্ন যুক্ত করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দেশের অন্যতম সম্মানজনক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা। যারা সরকারি সেবার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান, তাদের জন্য বিসিএস একটি স্বপ্নের মতো। তবে সঠিকভাবে আবেদন না করলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নষ্ট হতে পারে।
এই ব্লগে, সর্বশেষ বিসিএস বিজ্ঞপ্তির ভিত্তিতে বিসিএস আবেদনের প্রতিটি ধাপ, প্রয়োজনীয় তথ্য, আবেদন ফি প্রদানের পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ টিপস বিশদভাবে তুলে ধরা হয়েছে।
বিসিএস পরীক্ষা: সংক্ষিপ্ত পরিচিতি
বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারের বিভিন্ন ক্যাডারে যোগদানের জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটি মূলত তিনটি ধাপে অনুষ্ঠিত হয়:
প্রাথমিক পরীক্ষা (MCQ)
লিখিত পরীক্ষা
মৌখিক পরীক্ষা (ভাইভা)
সঠিকভাবে আবেদন করা সফল বিসিএস ক্যারিয়ারের প্রথম ধাপ।
কেন বিসিএস গুরুত্বপূর্ণ?
ক্যারিয়ারের নিরাপত্তা: বিসিএস ক্যাডার হিসেবে সরকারি সেবার সুযোগ এবং নিশ্চিত ভবিষ্যৎ।
উন্নয়নের ভূমিকা: দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সুযোগ।
সামাজিক মর্যাদা: বিসিএস ক্যাডার হওয়া সামাজিকভাবে একটি সম্মানজনক পেশা।
বিসিএস আবেদনের ধাপসমূহ
ধাপ ১: যোগ্যতা যাচাই করুন
বিসিএস পরীক্ষায় আবেদন করার আগে নিচের যোগ্যতাগুলো নিশ্চিত করতে হবে।
১. বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য: ২১ – ৩০ বছর ( ১ নভেম্বর পর্যন্ত)।
মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার জন্য: ২১ – ৩২ বছর ( ১ নভেম্বর পর্যন্ত)।
২. শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম স্নাতক ডিগ্রি।
কোন প্রাথীর শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি. থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
৩. কোটার প্রমাণপত্র
কোটা সুবিধা নিতে চাইলে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মুক্তিযোদ্ধার সনদ বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সার্টিফিকেট প্রস্তুত রাখুন।
ধাপ ২: প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করুন
বিসিএস আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে:
পাসপোর্ট সাইজ ছবি:
রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট, সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট)।
স্বাক্ষর:
স্ক্যান করা স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, JPEG ফরম্যাট, সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট)।
জাতীয় পরিচয়পত্র (NID):
সঠিক তথ্য অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র:
সর্বশেষ ডিগ্রির তথ্য।
পরামর্শ: ডকুমেন্ট স্ক্যান করার সময় বিজ্ঞপ্তির ফরম্যাট এবং সাইজ অনুসরণ করুন।
হেলো বিসিএস প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৭তম বিসিএস সার্কুলার (47th BCS Circular) প্রকাশিত (published) হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (PSC)
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে, যা ৩০ জানুয়ারী ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যোগ্য প্রার্থীগণই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৫ মে ২০২৪ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে ৪৭ তম বিসিএস সার্কুলার নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে একটি গুঞ্জন চলছিলো। সেই সময়ে পিএসসি এর সূত্র থেকে জানানা হয় যে যথা সময়েই ৪৭তম বসিএস সার্কুলার টি প্রকাশ করা হবে। পূর্বে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করেছিল পিএসসি। উক্ত বিসিএসে ৩১৪০ টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছিল।
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ (দুই) ঘণ্টা;
এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে;
প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না;
প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না;
প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবন্টন
বিষয়ের নাম
নম্বর বন্টন
বাংলা ভাষা ও সাহিত্য
৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য
৩৫
বাংলাদেশ বিষয়াবলি
৩০
আন্তর্জাতিক বিষয়াবলি
২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা