চাকুরী প্রত্যাশীদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ। এজন্য মেধা অ্যাপ এ রয়েছে ইউনিক কিছু ফিচারস। অন্য সকল অ্যাপ থেকে আমাদের অ্যাপটি আলাদা ৩ টি কারণে।
মেধা আপনার পার্সোনাল বিসিএস ট্রেইনার।
আপনার নিজস্ব পড়ার স্টাইলের সাথে মিলিয়ে
পার্সোনালাইসড টপিক এক্সাম ও কোর্সে এনরোল
করুন।পরীক্ষা দিন আপনার সময় মতন।
আনলিমিটেড পরীক্ষা দিয়ে আপনার ভুলকৃত প্রশ্নগুলো
পেয়ে যাবেন সব একজাগায়। ভুলকৃত প্রশ্নের উপর দিতে
পারবেন পরীক্ষা। যে টপিকে ভুল বেশী হবে আমাদের অ্যাপ
সেই টপিকে আপনাকে রিকমেন্ড করবে স্পেশাল পরীক্ষা।
মেধা অ্যাপ এ পেয়ে যাবেন প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্স।
প্রতি সপ্তাহে ঘটে যাওয়া দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি
থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নসমুহ ব্যাখ্যাসহ পড়ুন
এবং সাথে সাথেই প্র্যাকটিস পরীক্ষা দিন ইচ্ছামতন।