- April 27, 2025
- By: Samir Shahriar
- BCS Question Bank
1. Question: ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
A) মোফাজ্জল হায়দার চৌধুরী
B) মুহাম্মদ আবদুল হাই
C) মুনীর চৌধুরী
D) মুহাম্মদ শহীদুল্লাহ্
Answer: A) মোফাজ্জল হায়দার চৌধুরী
Explanation: ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত ভাষা ও সাহিত্য সম্পর্কিত কিছু গ্রন্থঃ – ভাষা ও সাহিত্য (১৯৩১) – বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬) – বাংলা সাহিত্যের কথা (২ খন্ড ১৯৫৩, ১৯৬৫) – বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭) – বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯) সুত্রঃ বাংলাপিডিয়া।
2. Question: ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
A) দেবেন্দ্রনাথ ঠাকুর
B) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
C) রামমোহন রায়
D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: A) দেবেন্দ্রনাথ ঠাকুর
Explanation: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মারা যান।
3. Question: ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
A) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) নবীনচন্দ্র সেন
C) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
D) মাইকেল মধুসূদন দত্ত
Answer: A) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Explanation: চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।
4. Question: কোনটি কাজী নজরুল ইসলাম রচতি গ্রন্থ?
A) রূপসী বাংলা
B) বন্দীর বন্দনা
C) সন্দ্বীপের চর
D) বিষের বাঁশী
Answer: A) রূপসী বাংলা
Explanation: কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- – অগ্নি-বীণা, – সঞ্চিতা, – চিত্তনামা, – মরুভাস্কর, – সর্বহারা, – ফণি-মনসা, – চক্রবাক, – সাম্যবাদী, – ছায়ানট, – নতুন চাঁদ, – পুবের হাওয়া, – জিঞ্জির, – বিষের বাঁশি, – দোলনচাঁপা, – চন্দ্রবিন্দু, – সিন্ধু হিন্দোল ইত্যাদি
5. Question: ‘কবর’ নাটক কার রচনা?
A) শহীদুল্লাহ কায়সার
B) জহির রায়হান
C) সত্যেন সেন
D) মুনীর চৌধুরী
Answer: A) শহীদুল্লাহ কায়সার
Explanation: – মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর। – রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
6. Question: ‘চাঁদের হাট’ – অর্থ কি? বন্ধুদের সমাগম আত্মীয় সমাগম প্রিয়জন সমাগম গণ্যমান্যদের সমাগম Show ব্যাখ্যা কমেন্ট করুন ফেভারিট প্রিয়জন সমাগম
Answer: C) প্রিয়জন সমাগম (Beloved one’s gathering)
Explanation: • নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই (২০১৯ সংস্করণ) অনুসারে – ‘চাঁদের হাট’ এর অর্থ – আনন্দের প্রাচুর্য। • বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে – চাঁদের হাট (বিশেষ্য) – শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ।
7. Question: কোন বানানটি শুদ্ধ?
A) সূচিষ্মিতা
B) সূচিস্মিতা
C) সুচীস্মিতা
D) শুচিস্মিতা
Answer: B) সূচিস্মিতা
Explanation: শুদ্ধ বানান হলো শুচিস্মিতা। এটি স্ত্রীবাচক শব্দ। – অর্থ্যাৎ যে নারীর হাসি পবিত্র/শুদ্ধ। – এর পুরুষবাচক শব্দ হলো শুচিস্মিত। অর্থাৎ, উজ্জ্বল বা বিশুদ্ধ হাস্যময়। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
8. Question: ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
A) ক্লান্তিহীন
B) অক্লান্ত
C) অবিশ্রাম
D) অক্লান্ত কর্মী
Answer: A) ক্লান্তিহীন
Explanation: কর্মে ক্লান্তি নেই যার’ – অক্লান্ত কর্মী। অক্লান্তকর্মা – পরিশ্রমে/কর্মে ক্লান্ত নয় এমন। ক্লান্তিহীনভাবে চলে যা – অক্লান্ত / অবিশ্রাম। কর্ম সম্পাদনে পরিশ্রমী – কর্মঠ। কোনো কাজের নয় এমন – অকর্মা। কর্মন্য – নিষ্ঠার সঙ্গে কাজ করে এমন; কর্মঠ। উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
9. Question: ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
A) দেশী
B) বিদেশী
C) তদ্ভব
D) তৎসম
Answer: C) তদ্ভব
Explanation: তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ণ- এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান। – বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধান নেই। – সমাসবদ্ধ শব্দের বানানেও ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।
10. Question: ক্রিয়াপদ –
A) সবসময়ে বাক্যে থাকবে
B) আসলে বিশেষণ থেকে অভিন্ন
C) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
D) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
Answer: C) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
Explanation: যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
11. Question: কোনটি অনুজ্ঞা?
A) তুমি গিয়েছিলে
B) তুমি যাচ্ছ
C) তুমি যাচ্ছিলে
D) তুমি যাও
Answer: C) তুমি যাচ্ছিলে
Explanation: অনুজ্ঞাবাচক বাক্য: যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচক বাক্য বলে। যেমন – তুমি যাও, সদা সত্য কথা বলবে ইত্যাদি। সূত্রঃ মাধ্যমিক ব্যাকরণ বোর্ড বই।
12. Question: ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ – এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে?
A) অনুভূতি
B) গালি
C) প্রত্যঙ্গ
D) শক্তি
Answer: A) অনুভূতি
Explanation: বাক্যটিতে ‘মুখ’ দ্বারা শক্তি কে বুঝানো হয়েছে। উৎসঃ ভাষা ও শিক্ষা – ডঃ হায়াৎ মামুদ
13. Question: কোন বানানটি শুদ্ধ?
A) মুমুর্ষু
B) মূমূর্ষূ
C) মূমুর্ষু
D) মুমূর্ষু
Answer: B) মূমূর্ষূ
Explanation: মুমূর্ষু (বিশেষণ): অর্থ – মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন। – মুমুর্ষা (বিশেষ্য) মৃত্যুর ইচ্ছা; মরণেচ্ছা; মরণ কামনা। {(তৎসম বা সংস্কৃত) √মৃ + স (সন্) + উ}
14. Question: ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
A) বিশেষভাবে রুষ্ট
B) প্রতিকূল
C) রাগহীন
D) উদাসীন
Answer: C) রাগহীন
Explanation: বিরাগী (বিশেষণ) – উদাসীন; আসক্তিহীন; নিঃস্পৃহ। উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
15. Question: ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
A) ব্রজধামে কথিত ভাষা
B) মৈথিলি ভাষার একটি উপভাষা
C) বাংলা ও হিন্দির যোগফল
D) একরকম কৃত্রিম কবিভাষা
Answer: B) মৈথিলি ভাষার একটি উপভাষা
Explanation: ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। – ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। – মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। – মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য – ড সৌমিত্র শেখর
16. Question: ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – কে বলেছেন?
A) বিবেকানন্দ
B) বিদ্যাপতি
C) রামকৃষ্ণ পরমহংস
D) চণ্ডীদাস
Answer: C) রামকৃষ্ণ পরমহংস
Explanation: চন্ডীদাসের বিখ্যাত উক্তি- – ‘সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।’ (দ্বিজ চন্ডীদাস)
17. Question: কোনটি রবীন্দ্রনাথের রচনা?
A) চতুষ্পাঠী
B) চতুষ্কোণ
C) চতুর্দশী
D) চতুরঙ্গ
Answer: A) চতুষ্পাঠী
Explanation: রবীন্দ্রনাথের উপন্যাস: রবীন্দ্রনাথ ঠাকুর ১২টি উপন্যাস রচনা করেছেন। উল্লেখযোগ্য কয়েকটি হলো – – গোরা (১৯১০) উপন্যাসটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ও বিশ্বসাহিত্যের অন্যতম উপন্যাসরূপে স্বীকৃত। এ উপন্যাসের বিষয়বস্ত্ত মহাকাব্যের আদর্শে পরিকল্পিত।
18. Question: কোনটি কাব্যগ্রন্থ?
A) কবিতা
B) কাব্য পরিক্রমা
C) বাঙলার কাব্য
D) কয়েকটি কবিতা
Answer: C) বাঙলার কাব্য
Explanation: সমর সেন: তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে – – কয়েকটি কবিতা (১৯৩৭), – গ্রহণ (১৯৪০), – নানা কথা (১৯৪২), – খোলা চিঠি (১৯৪৩) এবং – তিন পুরুষ (১৯৪৪)। – তার কবিতাসংগ্রহ ‘সমর সেনের কবিতা’ ১৯৫৪ সালে প্রকাশিত হয়। – তিনি ‘কবিতা’ পত্রিকার সম্পাদক ছিলেন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য – ড সৌমিত্র শেখর
19. Question: কোনটি নাটক?
A) কর্তার ইচ্ছায় কর্ম
B) গড্ডলিকা
C) পল্লীসমাজ
D) সাজাহান
Answer: B) গড্ডলিকা
Explanation: দ্বিজেন্দ্রলাল রায়ের ইতিহাসাশ্রয়ী নাটক সাজাহান। – মোগল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত। এছাড়াও তাঁর অন্যান্য নাটক: – ‘প্রতাপসিংহ’, – ‘দুর্গাদাস’, – ‘মেবার পতন’, – ‘সিংহল বিজয়’, – ‘নুরজাহান’ ইত্যাদি সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
20. Question: ‘আবোল-তাবোল’ কার লেখা?
A) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
B) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
C) সত্যজিৎ রায়
D) সুকুমার রায়
Answer: A) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
Explanation: সুকুমার রায়ের আরও কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল – – আবোল-তাবোল, – বহুরূপী, – খাই খাই প্রভৃতি। আবোল তাবোল তাঁর বিখ্যাত কবিতার বই। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
21. Question: Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. (21-24) Eager – Indifferent
A) Concerned – Careful
B) Anxious – Nervous
C) Devoted – Dedicated
D) Enthusiastic – Halfhearted
Answer: D) Enthusiastic – Halfhearted
Explanation: Eager-আগ্রহী, Indifferent-উদাসীন। এখানে শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করে। তাহলে শুধু গ) সঠিক কারন Enthusiastic -উৎসাহী, Halfhearted – নিরুদ্দম। শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করে। Concerned – উদ্বিগ্ন, Careful – যত্নবান Anxious – উদ্বিগ্ন, Nervous – বিচলিত Devoted – নিবেদিত, Dedicated – নিবেদিত
22. Question: Lengthen – Prolong
A) Reach out – Cut short
B) Distance – Reduce
C) Draw out – Shorten
D) Stretch – Extend
Answer: D) Stretch – Extend
Explanation: Lengthen -দৈর্ঘ্য, Prolong – দীর্ঘায়িত। এখানে শব্দ দুটি একই অর্থ প্রকাশ করে। তাহলে শুধু ক সঠিক কারন Stretch-প্রসারিত, Extend-প্রসারিত শব্দ দুটি একই অর্থ প্রকাশ করে।
23. Question: Delay – Retard
A) Postpone – Promote
B) Adjourn – Start
C) Defer – Accelerate
D) Slow down – Hold up
Answer: D) Slow down – Hold up
Explanation: Delay -বিলম্ব করা, Retard-বিলম্ব করা, প্রতিহত করা। এখানে শব্দ দুটি সমার্থক অর্থ প্রকাশ করে। তাহলে শুধু গ) সঠিক কারন Slow down -আস্তে আস্তে, Hold up- নিশ্চল করা, ধরে রাখ। শব্দ দুটি সমার্থক অর্থ প্রকাশ করে।
24. Question: Submissive – Disobedient.
A) Comply – Conform
B) Heed – Acquiesce
C) Obey – Hearken to
D) Observe – Defy
Answer: D) Observe – Defy
Explanation: Submissive -আজ্ঞাবহ, Disobedient-অবাধ্য। এখানে শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করে। একই কারণে গ) সঠিক। কারণ Observe -মান্য করা, Defy-স্পর্ধা করা। শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করে।
25. Question: Question 25 – 30 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. He fantasized ____ winning the lottery.
A) with
B) from
C) after
D) about
Answer: D) about
Explanation: fantasized about – কল্পনা করা (কোনো ঘটনা/ বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে) সঠিক উত্তর – ঘ) about
26. Question: The Parthenon is said ____ erected in the Age of Pericles.
A) to have become
B) to have begun
C) to have had begun
D) to have been
Answer: A) to have become
Explanation: infinitive যুক্ত বাক্যকে passive করতে হলে infinite use হয়। গঠন – to be/to have been + vpp
27. Question: He divided the money ____ the two children.
A) among
B) over
C) in between
D) between
Answer: D) between
Explanation: দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between এবং দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
28. Question: As they waited Rahim argued against war –
A) while his brother discusses the effects of pollution.
B) while his brother discussed the effects of pollution.
C) while had brother discussed the effects of pollution.
D) while his brother was discussing the effects of pollution.
Answer: D) while his brother was discussing the effects of pollution.
Explanation: Main clause, past tense এর হলে subordinate Clause ও past tense এর হয়। দুটি clause while দ্বারা যুক্ত হলে, যে clause টির শুরুতে while থাকবে সেটি continuous tense হবে।
29. Question: If we want concrete proof, we are looking for –
A) something to cover a path
B) building material
C) a cement mixer
D) clear evidence
Answer: D) clear evidence
Explanation: Concrete proof- নির্ভুল প্রমাণ/অকট্য প্রমাণ, তাহলে এখানে clear evidence-সুস্পষ্ট প্রমাণ সবচেয়ে উপযুক্ত।
30. Question: The Olympic games were watched by ____ billions people all over the world.
A) exactly
B) usually
C) truly
D) literally
Answer: D) literally
Explanation: exactly- নির্ভুলভাবে, সঠিকভাবে, usually -সচরাচর, truly- যথাযথভাবে, literally – আক্ষরিক অর্থে মোটের উপর। এখানে (ক) আর (গ) কে বাদ দেয়া যায় কারণ কত লোক অলম্পিক প্রত্যক্ষ করছে তার নির্ভুল সংখ্যা নির্নয় অসম্ভব। usually সাধারণত present tense এ ব্যবহার হয় এই অর্থে (খ) বাদ। তাহলে মোটের উপর বিলিয়ন বিলিয়ন লোক দেখছে
31. Question: (মূল প্রশ্নে সম্ভবত এই প্রশ্নটির প্যাসেজটি দেয়া হয়নি। তাই, আমরা ৩১ ও ৩২ নং প্রশ্নের তুলে দেওয়া হয়েছে।) The author thinks that true learning will lead to –
A) personal understanding of the ideas of writers
B) discovery of unknown world
C) revelation of the mysteries of the world
D) better expressive powers প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: B) discovery of unknown world
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
32. Question: Which of the following best describes the author’s attitude towards learning?
A) learning is not a matter of reading extensively
B) learning is not something to be demonstrated in examinations
C) learning is a matter of promoting creativity in students
D) learning is matter of menorization প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: C) learning is a matter of promoting creativity in students
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
33. Question: The gypsies are a tribe of strange people. They do not have any fixed home, but wander about from place to place and live in tents. They were originally natives of India. But as they reached England from Egypt, the English took them for Egyptians. This is why they came to be called gypsies. They were believed to possess strange powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole little children to train them in their way of life. Whenever a child got lost, it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial. But this attitude towards the gypsies has gradually changed. The gypsies are people who —
A) have a settled way of life
B) came originally from Egypt to England
C) steal children to train them in the way of life
D) are always on the move
Answer: D) are always on the move
Explanation: সঠিক উত্তর অপশন (গ)। কারণ passage এর ২য় লাইনে বলা বলা আছে They don’t have any fixed home but wonder about from place to place wander about from place to place. এবং এ কারনে (ক) সঠিক নয় কারন ( যেহেতু fixed home নেই)। (খ) সঠিক নয় কারন চতুর্থ বাক্যে বলা আছে They were originally natives of India’ (ঘ) সঠিক নয় কারন passage এর শেষে বলা আছে it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial
34. Question: The gypsies like to live in tents because –
A) it is easy to hide stolen children in a tent
B) it is easy to read one’s palm inside a tend
C) it is easy to bring them from Egypt
D) it is easy to pitch them
Answer: D) it is easy to pitch them
Explanation: তাদের তাবুতে বাস করার কারন
35. Question: The English took them for Egyptian’s means –
A) The English took them to the Egyptians
B) The English brought them as far as Egypt
C) The English were taken in by the Egyptians
D) The English considered them to be Egyptians
Answer: D) The English considered them to be Egyptians
Explanation: The English took them for Egyptian’s- অর্থ ইংরেজরা তাদেরকে মিশরীয় মনে করত।
36. Question: Attitude towards the gypsies –
A) are still the same as before
B) have not much changed over the years
C) can change one they stop stealing children
D) have shown signs of change
Answer: D) have shown signs of change
Explanation: (ঘ) তে বলা হচ্ছে, পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। যা passsage এর শেষ লাইনে বলা আছে -this attitude towards the gypsies has gradually changed
37. Question: Question 37 – 40 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. The tree has been blown ____ by the strong wind.
A) out
B) up
C) off
D) away
Answer: D) away
Explanation: – Blow away – এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে)। – blow off – অবস্থান সরানো (বাতাসে)। – blow out – আগুন নেবানো। – blow up – বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা।
38. Question: No one can ____ that he is clever.
A) defy
B) admire
C) denounce
D) deny
Answer: D) deny
Explanation: এখানে বাক্যটির অর্থ কেউ ই অস্বীকার করতে পারে না যে সে চতুর। এই অর্থে deny সবচেয়ে appropriate. – defy – দ্বন্দ্বে আহ্বান করা, – admire – প্রশংসা করা, – deny – অস্বীকার করা, – denounce – সমালোচনা করা
39. Question: A reward has been announced for the employees who ____ hard.
A) have had worked
B) has worked
C) will be work
D) have worked
Answer: D) have worked
Explanation: এখানে principle clause, present perfect tense বলে subordinate claue টি যে কোনো tense এর হতে পারে। who বাক্যে employees কে represent করছে যা plural। তাহলে পরবর্তী verb ও plural হবে, so have বসবে। তাই উত্তর (ক) হবে।
40. Question: To ____ the arrival of spring, Bangladesh Television ____ a special function.
A) commemorate : launched
B) announce : telecast
C) welcome : sanctioned
D) celebrate : organized
Answer: A) commemorate : launched
Explanation: এখানে, বসন্তের আগমনকে ‘উদযাপন করা যায়’ কিন্তু স্বাগত বা সম্মান প্রদর্শন করা যায় না এবং এই অনুষ্ঠান আয়োজন করা যায়।
41. Question: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
A) ১৮০°
B) ২৭০°
C) ৩৬০°
D) ৫৪০°
Answer: C) ৩৬০° (360 degrees)
Explanation: ১ বার ঘুরে যায় ৩৬০° ৯০, , , , = (৩৬০×৯০)° ১মি. = ৬০ সে. ৬০ সে চাকাটি ঘোরে (৩৬০×৯)° ১, , , , , , = [(৩৬০×৯)/৬০]° = ৫৪০°
42. Question: একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?
A) ৩
B) ৫
C) ৯
D) ৭
Answer: C) ৯
Explanation: ফুটবল ও ক্রিকেট খেলে = ৩০ – ৫ = ২৫ জন উভয়টি খেলে = [(১৮ + ১৪) – ২৫] = ৭জন
43. Question: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ : ১ হবে?
A) ৮ গ্রাম
B) ৬ গ্রাম
C) ৩ গ্রাম
D) ৪ গ্রাম
Answer: B) ৬ গ্রাম
Explanation: সোনা : তামা = ৩ : ১ অনুপাত রাশির যোগফল=৩ + ১ = ৪গ্রাম মিশ্রণ এ সোনার পরিমাণ= [১৬ × (৩/৪)] = ১২গ্রাম , , , , , , = [১৬ × (৪ × ৪)] = ৪ গ্রাম অতিরিক্ত সোনা মিশাতে হবে = ১৬ – ১২ = ৪ গ্রাম
44. Question: ১,০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
A) ১০০ টাকা
B) ৪০০ টাকা
C) ৮০০ টাকা
D) ২০০ টাকা
Answer: B) ৪০০ টাকা
Explanation: ক : খ = ১ : ৪ অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫ খ পায় = [১০০০এর (৪/৫)] = ৮০০ টাকা খ : মা : মেয়ে = ২ :১ : ১ অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪ মেয়ে পায় = ৮০০এর (১/৪) = ২০০টাকা
45. Question: ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
A) ২৯
B) ৩৯
C) ৩৩
D) ২১
Answer: B) ৩৯
Explanation: ২, ৩, ৪, ৫, ৬এর ল.সা.গু = ৬০ তাহলে, (৯৯৯৯৯৯ ÷ ৬০) = ভাগফল ১৬৬৬৬ এবং ভাগশেষ ৩৯ সুতারাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬০ – ৩৯) = ২১
46. Question: একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
A) ১৫ : ১৬
B) ২০ : ১২
C) ১২ : ২০
D) ১৬ : ১৫
Answer: C) ১২ : ২০
Explanation: খরগোশের ৪ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩ লাফে অতিক্রান্ত দূরত্ব ∴ খরগোশের ৫ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের (৩✕৫)/৪ = ১৫/৪ লাফে অতিক্রান্ত দূরত্ব ∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : (১৫/৪) = ১৬ : ১৫
47. Question: এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
A) ১০০ কেজি
B) ৬০ কেজি
C) ৫০ কেজি
D) ৮০ কেজি
Answer: B) ৬০ কেজি
Explanation: ধরি, ১১০ টাকা দামের চা ক কেজি = ১১০ক টাকা ∴ ১০০ টাকা দামের চা ২ক কেজি = ১০০ × ২ক = ২০০ক টাকা প্রশ্নমতে, ১২০×(ক + ২ক) – (১১০ক + ২০০ক) = ২০০০ বা, ৩৬০ক – ৩১০ক = ২০০০ বা, ক = ২০০০/৫০ = ৪০ সুতরাং ২য় প্রকারের চা = ২×৪০ = ৮০ কেজি
48. Question: একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
A) ২
B) ৪
C) ৮
D) ১৬
Answer: B) ৪
Explanation: মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (কয় ভাগের এক ভাগ)২ × পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল) = ৪২ × (পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল) = ১৬ × পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
49. Question: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?
A) ২৫%
B) ৬৬.৬৭%
C) ৫০%
D) ৩৩.৩৩%
Answer: B) ৬৬.৬৭%
Explanation: ২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় = (৮ – ২) = ৬ জন। ৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে ১, , , , = ১২ × ৮ , , ৬, , , , , , , , = (১২ × ৮)/৬ = ১৬ দিনে পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (১৬ – ১২) = ৪দিন সুতরাং, শতকরা সময় বেশি লাগে = ৪ × (১০০/১২)) = ৩৩(১/৩)% = ৩৩.৩৩%
50. Question: একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
A) ৪৬(২/৩)%
B) ৩৭(২/৩)%
C) ৪২(১/৩)%
D) ৩৬(২/৩)%
Answer: B) ৩৭(২/৩)%
Explanation: মোট ব্যায় = (১/১০) + (১/৩) + (১/৫) = ১৯/৩০ অংশ বাকি থাকে = ১ – (১৯/৩০)] = ১১/৩০ অংশ শতকরা বাকী থাকে = (১১/৩০) × ১০০]℅ = ৩৬(২/৩)%
51. Question: বাংলাদেশে সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
A) ৫ টি
B) ২২ টি
C) ২১ টি
D) ২৬ টি
Answer: B) ২২ টি
Explanation: বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে। বর্তমানে ক্যাডার সংখ্যা ২৬টি।
52. Question: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
A) ২৫
B) ৪২
C) ৪০
D) ২৮
Answer: B) ৪২
Explanation: বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত ‘মৌলিক অধিকার’ অংশের ক্ষমতা বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়।
53. Question: প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
A) প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
B) পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
C) অডিটর জেনারেল নিয়োগ
D) প্রধান বিচারপ্রতি নিয়োগ
Answer: B) পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
Explanation: সংবিধানের ষষ্ঠ অধ্যায়ের “বিচারবিভাগ” অংশের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে, প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন।
54. Question: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
A) জরুরি অবস্থা ঘোষণা
B) মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ
C) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
D) ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
Answer: B) মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ
Explanation: ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। – এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন করা।
55. Question: ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
A) ১২৫৫ খ্রিস্টাব্দে
B) ১৯৪৭ খ্রিস্টাব্দে
C) ১৯০৫ খ্রিস্টাব্দে
D) ১৬১০ খ্রিস্টাব্দে
Answer: A) ১২৫৫ খ্রিস্টাব্দে
Explanation: ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর। –
56. Question: যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
A) ৭৫ টি
B) ৫৯ টি
C) ৪৫ টি
D) ৫০ টি
Answer: B) ৫৯ টি
Explanation: যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। – ৪.৮ কিলোমিটার দীর্ঘ ও ১৮.৫ মিটার প্রস্থ এই সেতুটির নির্মাণ কাজ ১৯৯৮ সালে শেষ হয়।
57. Question: জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
A) ৯০ জন
B) ৭৫ জন
C) ৫০ জন
D) ৬০ জন
Answer: A) ৯০ জন
Explanation: বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় ৬০ জন সদস্যের উপস্থিতিতে। – বাংলাদেশ সংবিধানের ৭৫ (২)নং অনুচ্ছেদে কোরামের কথা উল্লেখ আছে। – ৬০ জন সদস্যের কম সদস্য সংসদে উপস্থিত হলে কোরাম সঙ্কট হয় এবং সংসদ অধিবেশন স্থগিত থাকে। – ৬০ সংসদ সদস্য হওয়ার আগ
58. Question: জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
A) ৩২০ একর
B) ১২২ একর
C) ১৮৫ একর
D) ২১৫ একর
Answer: B) ১২২ একর
Explanation: ২৮ জানুয়ারি ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়। – জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। – জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট। – এটি ২১৫ একর জমির উপর নির্মিত।
59. Question: সংসদ ভবনের স্থপিত কে?
A) মাজহারুল হক
B) নভেরা আহমেদ
C) এফ আর খান
D) লুই আই কান
Answer: A) মাজহারুল হক
Explanation: বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স। এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আই কান। জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত। এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি। এই ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি।
60. Question: তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
A) ২১ জানুয়ারি ১৯৯১
B) ২২ ফেব্রুয়ারি ১৯৯২
C) ২৮ এপ্রিল ১৯৯৭
D) ২৭ মার্চ ১৯৯৬
Answer: C) ২৮ এপ্রিল ১৯৯৭
Explanation: – বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মূলত অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলির প্রবল আন্দোলনের মুখেই জন্ম নিয়েছিল। – ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বৈধকরণের ফলে বাংলাদেশ বর্তমান সংসদীয় ব্যবস্থায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। – ১৯৯৬ সালের ২১ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ২৬ মার্চ ২৬৮-০ ভোটে বিলটি পাস হয়।
61. Question: ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
A) দার্জিলিং
B) কোলকাতা
C) ঢাকা
D) নয়াদিল্লি
Answer: C) ঢাকা
Explanation: ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷ (সূত্রঃ বাংলাপিডিয়া)
62. Question: পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
A) চাঁদপুর
B) সিরাজগঞ্জ
C) ভোলা
D) গোয়ালন্দ
Answer: D) গোয়ালন্দ
Explanation: নদীর মিলিত স্থান : – পদ্মা + যমুনা = গোয়ালন্দ – পদ্মা + মেঘনা = চাঁদপুর, – সুরমা + কুশিয়ারা = আজমিরীগঞ্জ (কালনী নাম), – পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরববাজার, – যমুনা + বাঙ্গালী = বগুড়া, – রুপসা + ভৈরব = খুলনা।
63. Question: বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
A) ১৯৫৫ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৬৭ সালে
D) ১৯৫৭ সালে
Answer: B) ১৯৭২ সালে (B)
Explanation: বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। – প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে । – প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ২০১৭ সালে ভোলা।
64. Question: ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
A) মুনির চৌধুরী
B) শওকত আলী
C) শরৎচন্দ্র চট্টপাধ্যায়
D) সৈয়দ ওয়ালীউল্লাহ
Answer: C) শরৎচন্দ্র চট্টপাধ্যায়
Explanation: লালসালু’ উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
65. Question: বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
A) দুদু মিয়া
B) তিতুমীর
C) সৈয়দ আহমদ
D) হাজী শরীয়তউল্লাহ
Answer: C) সৈয়দ আহমদ
Explanation: হাজী শরীয়তুল্লাহ, (১৭৮১-১৮৪০) বাংলার একজন ইসলামি সংস্কারক। – ১৭৯৯ সালে তিনি মক্কা গমন করেন এবং ১৮১৮ সালে বাংলায় ফিরে আসেন।
66. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন; অপশনে সঠিক উত্তর নেই। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন) বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
A) ২৪২ ডলার
B) ৩০০ ডলার
C) ২৮৯ ডলার
D) ১৪৬৬ ডলার প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: This question has been canceled.
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
67. Question: ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
A) প্রাদেশিক স্বায়ত্তশাসন
B) বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন
C) পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
D) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
Answer: B) বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন
Explanation: ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ‘একুশ দফা’ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। – একুশ দফা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমদ।
68. Question: বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
A) চা
B) পাট ও পাটজাত দ্রব্য
C) চিংড়ি মাছ
D) তৈরি পোশাক
Answer: B) পাট ও পাটজাত দ্রব্য
Explanation: দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্য তৈরি পোশাক। – ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ছিলো ২৭.৯৫ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির প্রায় ৮৩ ভাগ।
69. Question: সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
A) ভারতে
B) বাংলাদেশে
C) শ্রীলংকায়
D) মালদ্বীপে
Answer: B) বাংলাদেশে
Explanation: World Population Review 2020 অনুসারে শিক্ষিতের হারঃ মালদ্বীপ – ৯৯.৩০%, শ্রীলঙ্কা – ৯২.৬০%, ভারত- ৭১.২০%, নেপাল – ৬৩.৯০%, বাংলাদেশ – ৬১.৫০%, পাকিস্তান – ৫৭.৯০%।
70. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন; বর্তমান হিসাবে সঠিক উত্তর অপশনে নেই। সঠিক তথ্য জানতে ব্যাখ্যা দেখুন) OPEC ভুক্ত দেশ কয়টি?
A) ১৫টি
B) ১১টি
C) ৮টি
D) ১২টি প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: B) ১১টি
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
71. Question: জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
A) ১৯৪১ সালে
B) ১৯৪৯ সালে
C) ১৯৪৮ সালে
D) ১৯৪৫ সালে
Answer: A) ১৯৪১ সালে (A) 1941 সালে
Explanation: – ১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। – ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
72. Question: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
A) ১৯৪৫ সালে
B) ১৯৪৮ সালে
C) ১৯৫১ সালে
D) ১৯৪৯ সালে
Answer: B) ১৯৪৮ সালে (B)
Explanation: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) প্রধানত একটি সামরিক জোট। – ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। – ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। – বর্তমান সদস্য ৩০টি দেশ। উৎসঃ ন্যাটো ওয়েবসাইট।
73. Question: নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
A) ইনকথা ফ্রিডম পার্টি
B) ন্যাশনালিস্ট পার্টি
C) আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
D) আফ্রিকান ন্যাশনাল পার্টি
Answer: D) আফ্রিকান ন্যাশনাল পার্টি
Explanation: – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট। – নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন। – ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন। – বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন। –
74. Question: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?
A) ২৩ জুন, ১৯৯৬
B) ১২ ডিসেম্বর, ১৯৯৬
C) ১০ মার্চ, ১৯৯৮
D) ২ ডিসেম্বর, ১৯৯৭
Answer: B) ১২ ডিসেম্বর, ১৯৯৬
Explanation: – ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। – চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) স্বাক্ষর করেন।
75. Question: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি?
A) জেনারেল হাবিবি
B) মেঘবতী সুকর্ণপুত্রী
C) জেনারেল বিরান্তো
D) জোকো উইদাদো
Answer: D) জোকো উইদাদো
Explanation: ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো (Joko Widodo)। তিনি সর্বপ্রথম – ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
76. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি অপ্রয়োজনীয় প্রশ্ন) সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
A) গাম্বিয়া
B) শ্রীলংকা
C) পাকিস্তান
D) ভারত প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: D) ভারত
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
77. Question: দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
A) ১৯৭৬ সালে
B) ১৯৮৫ সালে
C) ১৯৯৪ সালে
D) ১৯৯৩ সালে
Answer: D) ১৯৯৩ সালে (1993 সালে)
Explanation: – সার্কচুক্তিভুক্ত দেশসমুহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে এবং ইংরেজিতে সাফটা (SAFTA) বলা হয়। – ২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়। – সাফটা চুক্তির পূর্বে বাণিজ্য সংক্রা্ন্ত আরেকটি চুক্তি ১৯৯৩ সালে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল।
78. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। উত্তর তুলে দেওয়া হয়েছে।) বিংশ শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
A) রোম
B) সিডনি
C) মস্কো
D) টরেন্টো প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: D) টরেন্টো
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
79. Question: কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
A) ন্যাটো (NATO)
B) সল্ট (SALT)
C) এনপিটি (NPT)
D) সিটিবিটি (CTBT)
Answer: B) সল্ট (SALT)
Explanation: মন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT): ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়। সর্বশেষ স্বাক্ষরকারী দেশঃ কিউবা (৪ ফেব্রুয়ারি, ২০২১), ১৮৫তম। কিউবা একই দিন ১৬৯তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে। সর্বশেষ অনুমোদনকারী দেশঃ কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম। উৎসঃ CTBTO ওয়েবসাইট।
80. Question: কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
A) ৪৮ টি
B) ৫০ টি
C) ৬০ টি
D) ৫১ টি
Answer: B) ৫০ টি
Explanation: – জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। – সর্বশেষ ২০১১ সালের ১৪ জুলাই দক্ষিণ সুদান ১৯৩তম সদস্যপদ লাভ করে। – ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে। – এর সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। –
81. Question: বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
A) এশিয়া
B) ইউরোপ
C) দক্ষিণ আমেরিকা
D) আফ্রিকা
Answer: D) আফ্রিকা
Explanation: বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি দেশ। অফিসিয়াল নাম – Republic of Benin রাজধানী – পোর্টো-নোভো রাষ্ট্রীয় ভাষা – ফ্রেঞ্চ মুদ্রার নাম – মধ্য আফ্রিকান ফ্রাঙ্ক উৎসঃ ব্রিটানিকা
82. Question: বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
A) যুক্তরাজ্য
B) জার্মানি
C) যুক্তরাষ্ট্র
D) জাপান
Answer: C) যুক্তরাষ্ট্র
Explanation: – বাংলাদেশের প্রধান দ্বিপাক্ষিক সাহায্যদাতা দেশ হলো জাপান। জাপান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য পায়। – জাপানের পর যুক্তরাষ্ট্র ও কানাডা প্রধান সাহায্যকারী দেশ। – প্রধান বহুপাক্ষিক সাহায্যদাতা বিশ্বব্যাংক।
83. Question: গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
A) উন্নত
B) অনুন্নত
C) ঔপনিবেশিক
D) উন্নয়নশীল
Answer: B) অনুন্নত
Explanation: The Group of 77 (G-77) হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর একটি ফোরাম। শুরুতে এতে ৭৭টি দেশ থাকলেও বর্তমানে G-77 ফোরামে ১৩৪টি দেশ রয়েছে। এটি ১৯৬৪ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এই ফোরামের বর্তমান চেয়ারম্যান গায়ানা।
84. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা এখন আর দরকার নেই। বর্তমান আপডেট তথ্য জানার জন্য ব্যাখ্যা দেখুন।) ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
A) আর কে নারায়ণন
B) অরুন্ধতি রায়
C) হারমান হেস
D) গুন্টার গ্রাস প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: D) গুন্টার গ্রাস
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
85. Question: বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
A) মেক্সিকো সিটি
B) আটলান্টা
C) মস্কো
D) লসএঞ্জেলস
Answer: B) আটলান্টা
Explanation: – ১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়। – তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে। – উল্লেখ্য, বাংলাদেশ ১৯৮০সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশন এর সদস্যপদ লাভ করে।
86. Question: আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
A) লন্ডনে
B) মিউনিখে
C) হংকং-এ
D) প্যারিসে
Answer: D) প্যারিসে – আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত।
Explanation: ফরাসি বিপ্লবের একশ বছরের মাথায় ১৮৮৯ সালের ৩১ মার্চ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপত্য আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। – এর নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২৮ জানুয়ারি ১৮৮৭ সালে। – এর স্থপতি হলেন ফরাসি স্থপতি গুস্তাভ আইফেল। – আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। – সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ৯৮৪ ফুট।
87. Question: আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A) জেনেভায়
B) ওয়াশিংটনে
C) ব্রাসেলসে
D) ভিয়েনায়
Answer: A) জেনেভায় (Geneva)
Explanation: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA- International Atomic Energy Agency) প্রতিষ্ঠিত ১৯৫৭ সালে। • সংস্থাটির সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। • সংস্থাটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। • বর্তমান সদস্য ১৭৩টি দেশ। • বর্তমান মহাপরিচালক রাফায়েল ম্যারিনো গ্রোসি। উৎসঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওয়েবসাইট।
88. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, উত্তর তুলে দেওয়া হয়েছে) ১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কি ছিল?
A) নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
B) বিশ্বর নারীরা এক হও
C) নারীর অধিকার মানবাধিকার
D) নারী নির্যাতন বন্ধ কর প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: D) নারী নির্যাতন বন্ধ কর
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
89. Question: বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
A) জেনেভা
B) মেক্সিকো সিটি
C) নিউইয়র্ক
D) রিওডি জেনিরিও
Answer: D) রিওডি জেনিরিও
Explanation: – ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন বা The United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
90. Question: (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা এখন আর প্রয়োজন নেই) কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
A) বাংলাদেশে
B) জাপানে
C) সুইডেনে
D) কোনটিই নয় প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: D) কোনটিই নয় প্রশ্নটি বাতিল করা হয়েছে
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
91. Question: বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
A) কার্বন-ডাই-অক্সাইড
B) জলীয় বাষ্প
C) নাইট্রিক অক্সাইড
D) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
Answer: A) কার্বন-ডাই-অক্সাইড
Explanation: সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। – এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে (CFC+O302+…..)। – এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে। উৎসঃ উচ্চমাধ্যমিক শ্রেণির রসায়ন বই।
92. Question: ‘ড্রাই আইস’ (dry ice) হলো –
A) হাইড্রোজেন পারঅক্সাইডের কঠিন অবস্থা
B) কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড
C) শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
D) কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
Answer: C) শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
Explanation: – কার্বন ডাই অক্সাইড গ্যাস 0০C তাপমাত্রায় এবং 40atm বায়ুচাপে তরলে পরিণত হয়। – এই কার্বন ডাই অক্সাইড চাপ প্রয়োগে বাষ্পীভূত করলে বাষ্পীভবন এর সুপ্ততাপ ঐ তরল কার্বন ডাই অক্সাইড হতে গৃহীত হয়। – ফলে কার্বন ডাই অক্সাইড আরো ঠাণ্ডা হয়ে(-78.4০C) তাপমাত্রায় চলে যায়। একে ড্রাই আইস বলে
93. Question: কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
A) শুশুক
B) তিমি
C) ইলিশ
D) হাঙ্গর প্রশ্নটি বাতিল করা হয়েছে
Answer: D) হাঙ্গর
Explanation: প্রশ্নটি বাতিল করা হয়েছে
94. Question: ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো –
A) ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
B) এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
C) এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
D) চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
Answer: B) এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
Explanation: প্রকৃত পক্ষে অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজ এর পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ সৃষ্টি হয়। – চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয় এই ধারণাটি ভুল।
95. Question: কম্পিউটার ভাইরাস হলো-
A) কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন
B) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
C) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা
D) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
Answer: D) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
Explanation: কম্পিউটার ভাইরাস, এমন একটি কম্পিউটার প্রোগ্রাম (computer program) বা ফাইল (file) যে ব্যবহারকর্তার অনুমতি বা সচেতনতার ছাড়াই কম্পিউটারকে সংক্রমিত করে এবং আস্তে আস্তে পুরো কম্পিউটারে ছড়িয়ে যায়।
96. Question: এনজিও প্লাস্টি হচ্ছে –
A) হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
B) হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন
C) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
D) হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
Answer: C) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
Explanation: ধমনি দ্বারা রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে এনজিওপ্লাস্টি করা হয়। এ পদ্ধতিতে সমস্যা যুক্ত ধমনি সংকুচিত স্থান বিশেষ ধরনের বেলুন দ্বারা প্রসারিত করা হয়।
97. Question: দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
A) কার্বন ডাইঅক্সাইড
B) সালফার ডাইঅক্সাইড
C) নাইট্রিক অক্সাইড
D) কার্বন মনোক্সাইড
Answer: A) কার্বন ডাইঅক্সাইড
Explanation: কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বোক্সি হিমোগ্লোবিন তৈরী করে, যা ফুসফুস থেকে সমস্ত শরীরে অক্সিজেন পরিবহনে বাঁধা সৃষ্টি করে। এ কারণে কার্বন মনোক্সাইড বিষাক্ত। উৎসঃ উচ্চমাধ্যমিক শ্রেণির রসায়ন বিজ্ঞান বই
98. Question: স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো –
A) ০ ডিগ্রী সেন্টিগ্রেড
B) ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
C) ২৬৩ ডিগ্রী কেলভিন
D) ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
Answer: C) ২৬৩ ডিগ্রী কেলভিন
Explanation: পানির ব্যতিক্রমী ধর্ম হচ্ছে 4°C তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বেশী। এরপর তাপমাত্রা বাড়ালে পানির ঘনত্ব হ্রাস পায়। উৎসঃ উচ্চমাধ্যমিক শ্রেণির পদার্থ বিজ্ঞান বই।
99. Question: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় –
A) আইসোবার
B) আইসোমার
C) আইসোটোন
D) আইসোটোপ
Answer: B) আইসোমার
Explanation: যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। • যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।
100. Question: ) মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
A) ভূকেন্দ্রে
B) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
C) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
D) ভূপৃষ্ঠে
Answer: B) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
Explanation: কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে। – আমরা জানি, W=mg এখানে g= অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8। – এই g এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে। – এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম। মেরু অন্ঞলে g এর মান বিষুব অন্ঞলের চেয়ে বেশি।
Leave a Reply