- ডিসেম্বর 3, 2024
- By: Samir Shahriar
- Circular
হেলো বিসিএস প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৭তম বিসিএস সার্কুলার (47th BCS Circular) প্রকাশিত (published) হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (PSC)
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে, যা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যোগ্য প্রার্থীগণই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৫ মে ২০২৪ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মোট শূন্য পদের সংখ্যা: ৩ হাজার ৪৮৭ টি
আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ
আবেদন শেষের তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ
অনলাইনে আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd/
উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে ৪৭ তম বিসিএস সার্কুলার নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে একটি গুঞ্জন চলছিলো। সেই সময়ে পিএসসি এর সূত্র থেকে জানানা হয় যে যথা সময়েই ৪৭তম বসিএস সার্কুলার টি প্রকাশ করা হবে। পূর্বে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করেছিল পিএসসি। উক্ত বিসিএসে ৩১৪০ টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছিল।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
- প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ (দুই) ঘণ্টা;
- এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে;
- প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না;
- প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না;
- প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবন্টন
বিষয়ের নাম | নম্বর বন্টন |
বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা | ১০ |
সাধারণ বিজ্ঞান | ১৫ |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
গাণিতিক যুক্তি | ১৫ |
মানসিক দক্ষতা | ১৫ |
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১০ |
মোট নম্বর | ২০০ |
Also Read: Top 10 BCS Apps